ইসলামে সন্তানের জন্য মায়ের দুধ খাওয়ানো দুই বছর পর্যন্ত জায়েজ। কুরআনে, সুরা আল-বাকারা, আয়াত ২৩৩-তে বলা হয়েছে:
‘মায়েরা তাদের সন্তানদের পূর্ণ দুই বছর দুধ পান করাবে, যদি সে পূর্ণ সময় পর্যন্ত দুধ পান করাতে চায়।’
এই আয়াতের ভিত্তিতে, ইসলামে দুই বছর পর্যন্ত শিশুকে মায়ের দুধ খাওয়ানোকে সুপারিশ করা হয়েছে। তবে মা ও শিশুর শারীরিক অবস্থার ওপর নির্ভর করে এর আগে বা পরে দুধ বন্ধ করার অনুমতি রয়েছে।
এছাড়া, হাদিসেও এ বিষয়ে নির্দেশনা পাওয়া যায়। একটি হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যারা দুই বছরের মধ্যে দুধপান বন্ধ করে, তারা সম্মানিত এবং পুরস্কৃত হবে।’ এটি বোঝায় যে, দুই বছর পর দুধপান বন্ধ করা সুন্নতসিদ্ধ এবং এই বয়স পর্যন্ত দুধ খাওয়ানো সন্তানের সুস্থতার জন্য উপকারী।