বলিউডের অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’। ইতোমধ্যেই যার তিনটি সিজন দর্শকদের মন ছুয়ে গেছে। তাইতো তৃতীয় সিজনের সাফল্যের পর পরই জানা গিয়েছিল আরো দুটি সিজন নিয়ে হাজির হবেন ‘পঞ্চায়েত’র পরিচালক চন্দন কুমার ও দীপক কুমার মিশ্র।
এবার জানা গেল, সেই সম্পর্কেই আপডেট। বলিউড হাঙ্গামার প্রতিবেদনে জানা গেছে, ভারতের রাজস্থান রাজ্যের জয়পুর জেলার শহর ফুলেরাতে চতুর্থ সিজনের সেট তৈরি করা হয়েছে। আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হবে সিরিজটি চতুর্থ সিজনের শুটিং। তবে দর্শকদের জন্য আনন্দের সংবাদ হচ্ছে এবার কিছু নতুন চরিত্র যুক্ত করা হবে। যেগুলো এই সিরিজকে আরও বেশি জনপ্রিয় করবে।
এর আগে পঞ্চায়েতের প্রতিটি সিজন দর্শকদের মঝে ব্যাপক জনপ্রিয় হয়। প্রতিটি চরিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে পায় আলাদা আলাদা জনপ্রিয়তা। সেই জনপ্রিয়তা ধরে রাখতে তাই এবারও প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, সানবিকা, চন্দন রায় ও ফয়সাল মালিকসহ আরও অনেককে।
এর আগে এক সাক্ষাৎকারে ‘পঞ্চায়েত’র চতুর্থ সিজন নিয়ে পরিচালক দীপককে তার ভাবনা জানতে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। যার উত্তরে তিনি বলেছিলেন, ভাবনা কী! ইতিমধ্যে কয়েকটি পর্ব লেখাও হয়ে গিয়েছে। শুধু তাই নয়, ‘পঞ্চায়েত’ সিজন ৪ নয়, ৫ ও আসবে বলে ঘোষণা দিয়েছেন পরিচালক। তিনি আরও বলেছেন যে, তাদের কাছে সিজন ৫ এর জন্য বিস্তৃত ধারণা রয়েছে।
‘পঞ্চায়েত’র চতুর্থ সিজন কবে আসবে সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে চলতি বছর শুটিং পর্ব শেষ হলে আগামী বছরেই আসতে পারে পঞ্চায়েতের নতুন সিজন। জীতেন্দ্র কুমার, নীনা গুপ্ত, রাঘুভীর যাদব সিরিজটির অন্যতম চরিত্র। সিরিজটির কাহিনি মূলত শহুরে একটি যু্বকের জীবন নিয়ে, যাকে একটি গ্রাম পঞ্চায়েতের সচিব হিসেবে নিয়োগ করা হয়।