ঢাকা | বঙ্গাব্দ

বাবা হলেন টাইগার পেসার

বাংলাদেশ ক্রিকেট দলের জার্সিতে দুর্দান্ত খেলছেন শরীফুল ইসলাম।
  • | ১৫ অক্টোবর, ২০২৪
বাবা হলেন টাইগার পেসার সন্তান কোলে শরীফুল ইসলাম। ছবি : সংগৃহীত।

বাংলাদেশ ক্রিকেট দলের জার্সিতে দুর্দান্ত খেলছেন শরীফুল ইসলাম। বিশেষ করে শেষ কয়েক বছর ধরে জাতীয় দলের নিয়মিত পারফর্মার তিনি। সর্বশেষ ভারত সফরে টেস্টে বিশ্রামে থাকলেও ছিলেন টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে।


দুঃস্বপ্নের সফর শেষ করে দেশে ফেরার পর সুঃসংবাদ পেলেন পঞ্চগড়ের এ পেসার। জানা গেছে পুত্র সন্তানের জনক হয়েছেন জাতীয় দলের বাঁহাতি এ পেসার।


পিতৃত্বের স্বাদ পাওয়ার পরপর ক্রিকেটীয় ব্যস্ততা বাড়বে শরীফুলের। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে আতিথ্য দেবে বাংলাদেশ। দেশে মাসের শেষ দিকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্ট খেলতে ঢাকায় আসবে প্রোটিয়ারা।


ঘরের মাঠের এ সিরিজে তার ডাক পাওয়া অনেকটা নিশ্চিত। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে টাইগাররা। এ ছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে দল পেয়েছেন তিনি। চিটাগাং কিংসের হয়ে খেলবেন বাঁহাতি এ পেসার।


দীর্ঘদিন পর বিপিএলে ফেরার ফ্র্যাঞ্চাইজিতে এরই মধ্যে নাম লেখিয়েছেন সাকিব সাকিব আল হাসান, মঈন আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউসের মতো তারকা ক্রিকেটাররা।