ঢাকা | বঙ্গাব্দ

সিনওয়ার নিহতের প্রতিক্রিয়ায় ইরানের বক্তব্য

হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কয়েক মাসের মধ্যেই সিনওয়ারকে হত্যা করল ইসরায়েলি বাহিনী।
  • | ১৮ অক্টোবর, ২০২৪
সিনওয়ার নিহতের প্রতিক্রিয়ায় ইরানের বক্তব্য ইয়াহিয়া সিনওয়ার

হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারের নিহতের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। জাতিসংঘে ইরানের মিশন বলেছে, ইয়াহিয়া সিনওয়ারের শেষ মুহূর্তগুলো ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের মডেল হয়ে থাকবে। খবর আলজাজিরার।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক্সে (সাবেক টুইটার) করা এক পোস্টে ইরানি মিশন লিখেছে, যখন মুসলমানরা যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে শহীদ সিনওয়ারের দিকে তাকাবে- যুদ্ধের পোশাকে এবং গোপন আস্তানায় নয়, খোলা জায়গায় শত্রুর মুখোমুখি হবে, তখন প্রতিরোধের চেতনা শক্তিশালী হবে।

পোস্টে আরও বলা হয়েছে, তিনি যুবক ও শিশুদের জন্য একটি মডেল হয়ে উঠবেন যারা ফিলিস্তিনের মুক্তির দিকে তার পথকে এগিয়ে নিয়ে যাবে। যতদিন দখলদারিত্ব ও আগ্রাসন থাকবে, ততদিন প্রতিরোধ থাকবে, কারণ শহীদেরা বেঁচে থাকবেন এবং তারাই অনুপ্রেরণার উৎস।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার দাবি করে ইসরায়েল। বুধবার (১৬ অক্টোবর) দক্ষিণ গাজায় এক অভিযান চালিয়ে তাকে হত্যা করা হয় বলে জানায়ে ইসরায়েল। হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কয়েক মাসের মধ্যেই সিনওয়ারকে হত্যা করল ইসরায়েলি বাহিনী।

বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থা শিন বেতের যৌথ বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের সামরিক বাহিনীর ৮২৮তম ব্রিগেডের অভিযানে দক্ষিণ গাজায় তিনজন নিহত হন। ওই তিনজনের লাশের পরিচয় শনাক্তের পর ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।