ঢাকা | বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধে শেখ মুজিবের কোনো ভূমিকা ছিল না: মাহমুদুর রহমান

আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান বলেছেন, ‘মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগেই পাকিস্তান চলে যান শেখ মুজিব। যুদ্ধে তার কোনো ভূমিকা ছিল না।’
  • | ২০ অক্টোবর, ২০২৪
মুক্তিযুদ্ধে শেখ মুজিবের কোনো ভূমিকা ছিল না: মাহমুদুর রহমান মাহমুদুর রহমান।

আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান বলেছেন, ‘মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগেই পাকিস্তান চলে যান শেখ মুজিব। যুদ্ধে তার কোনো ভূমিকা ছিল না।’ রোববার (২০ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ফ্যাসিবাদী বয়ান নির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 


‘শেখ মুজিব ভালো, শেখ হাসিনা খারাপ’—এই বয়ান দিয়ে ফ্যাসিস্ট সরকার প্রত্যাবর্তন করতে চায় বলে এ সময় মন্তব্য করেন মাহমুদুর রহমান। তিনি বলেন, ‘তিন বছরে শেখ মুজিব যে ফ্যাসিস্ট আচরণ করেছে, হাসিনার মতো ১৫ বছর পেলে শেখ হাসিনাকে ছাড়িয়ে যেত। ১৯৭৫ সালে গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করেন শেখ মুজিব। ফ্যাসিবাদের বীজ বপণ করেন তিনি।’ 


তিনি বলেন, ‘১৯৭৩ সালে বাংলাদেশের ইতিহাসে প্রথম কারচুপির নির্বাচন করেছে শেখ মুজিব। ১৯৭৪ সালে শুরু হলো দুর্ভিক্ষ। এ দুর্ভিক্ষ উৎপাদনের অভাবে হয়নি, শেখ মুজিবের দুর্নীতির কারণে হয়েছে।’ 


মাহমুদুর রহমান বলেন, ‘৭১-এ বাংলাদেশকে সহযোগিতা করার কারণে ভারতের প্রতি অনন্তকাল কৃতজ্ঞতার বয়ানের মাধ্যমে সরকার নিজেকে টিকিয়ে রেখেছিল।’ 


আমার দেশ পত্রিকার সম্পাদক বলেন, ‘উন্নয়নের ফানুস উড়াতে ব্যস্ত হয়ে পড়ে বিগত সরকার। আর ফ্যাসিস্ট সরকারকে পরিপুষ্ট করতে নির্লজ্জ তেলবাজি করেছে মিডিয়া।’ 


সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘দলীয় লোক ছাড়া সংবাদ মাধ্যমের নিউজরুমে কেউ চাকরি পাবে না- আর এটা চেতনার পরিপন্থী— গত ১৫ বছর এমনটাই করেছে আওয়ামী সরকার।’