ঢাকা | বঙ্গাব্দ

হিজবুল্লাহর আর্থিক বিভাগের প্রধান নিহত

সিরিয়ায় ইসরায়েলি বিমান বাহিনীর অভিযানে তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে আইডিএফ। নিহতের নাম প্রকাশ করা হয়নি।
  • | ২২ অক্টোবর, ২০২৪
হিজবুল্লাহর আর্থিক বিভাগের প্রধান নিহত ইসরায়েলি হামলা

ইসরায়েলি বাহিনীর হামলায় লেবাননভিত্তিক ইসলামি সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর আর্থিক বিভাগের প্রধান নিহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিবৃতির বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

সোমবার রাতে সিরিয়ায় ইসরায়েলি বিমান বাহিনীর অভিযানে তিনি নিহত হয়েছেন বলে বিবৃতিতে জানিয়েছে আইডিএফ। নিহতের নাম প্রকাশ করেনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।

আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে যে ইরান তার তেল বিক্রয় থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ নিয়মিত হিজবুল্লাহকে প্রদান করে। তেহরানের কাছে থেকে এই অর্থ সংগ্রহ এবং তা হিজবুল্লাহর তহবিল পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিলেন নিহত ওই ব্যক্তি। এছাড়া তিনি গোষ্ঠীটির ৪৪০০ নম্বর ইউনিটের শীর্ষ কমান্ডার ছিলেন তিনি। হিজবুল্লাহর এই ইউনিটটি সিরিয়ায় অবস্থান করে।

আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এক বার্তায় বলেছেন, ‘কয়েক বছর ধরে হিজবুল্লাহর প্রধান তহবিল কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন ওই কমান্ডার।’