ঢাকা | বঙ্গাব্দ

বেশি দামে পণ্য বিক্রি, ১০ ব্যবসায়ীকে জরিমানা

  • | ২৩ অক্টোবর, ২০২৪
বেশি দামে পণ্য বিক্রি, ১০ ব্যবসায়ীকে জরিমানা ফাইল ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি নেওয়ায় ১০ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 


বুধবার সকালে উপজেলার তিনটি বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাহমুদ হাসান রনি।


তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের গঠিত বিশেষ টাস্কফোর্সের অভিযানে উল্লাপাড়া উপজেলার সদর, পাঁচলিয়া ও দৌলতপুর বাজারে ডিম, মুরগি ও সবজির দোকানগুলোতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করার তাদের জরিমানা করা হয়।


এ সময় ভেটেনারি সার্জন মোহাম্মদ শামীম আখতার, দুজন শিক্ষার্থী প্রতিনিধি ও সিরাজগঞ্জ পুলিশ লাইনের একটি দল উপস্থিত ছিল।