চলতি মৌসুমে দেশব্যাপী বোরো ধান ও চাল সংগ্রহ শুরু করেছে সরকার। আজ মঙ্গলবার (৭ মে) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তর থেকে ভার্চুয়ালি বিভিন্ন জেলার সঙ্গে যুক্ত হয়ে ধান-চাল ও গম কেনা কর্মসূচির উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
খাদ্যমন্ত্রী বলেন, এই মৌসুমে ৭ হাজার কোটি টাকা খরচ করে ধান, চাল ও গম কেনা হচ্ছে। এবার ১১ লাখ টন সিদ্ধ চাল, আতপ চাল এক লাখ টন এবং ৫০ হাজার টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ টাকা। এ ছাড়া প্রতি কেজি সিদ্ধ চাল ৪৫ টাকা, আতপ চাল ৪৪ টাকা ও গম ৩৪ টাকায় সংগ্রহ করবে সরকার।
তিনি বলেন, এ পর্যন্ত হাওরে ৯৮ ভাগ ধান কাটা হয়ে গেছে। রংপুর, দিনাজপুর অঞ্চল ১০ ভাগ এবং সব মিলিয়ে ৬৬ ভাগ ধান কাটা হয়ে গেছে।
মন্ত্রী আরও বলেন, চালের বস্তার গায়ে জাতের নাম লেখা শুরু হয়েছে। মিলার ও চাল ব্যবসায়ীরা যত দ্রুত জাতের নাম লিখবে তত ভালো। নিয়ম লঙ্ঘন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এ জন্য ধানের আর্দ্রতা পরিমাপে ময়েশ্চার মিটার ব্যবহার করতে হবে। ধান ও চালের গুনগত মান যেন ভালো হয় সেদিকে খাদ্য কর্মকর্তাদের নজর রাখতে হবে।
এ সময় মন্ত্রী বলেন, গোডাউনে ধান দিতে গিয়ে কোনো কৃষকদের যেন হয়রানি না হতে হয়, সেজন্য ডিসি ও আমাদের কর্মকর্তাদের নজর রাখতে বলেছি। কোনো কৃষক যেন কোনোভাবে অপমানিত ও হয়রানি না হয়, সেই বিষয়ে আমরা সদা সচেষ্ট থাকব। যদি সেটা (কৃষককে হয়রানি) করে তবে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।
প্রসঙ্গত, আগের বছর ২০২৩ সালে ধান-চালের সংগ্রহ মূল্য ছিল ধান ৩০ টাকা, সিদ্ধ চাল ৪৪ টাকা ও গম ৩৫ টাকা।