রাজধানীর মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত এলাকায় আন্দোলনরত পোশাক শ্রমিকরা সেনাবাহিনীর একটি গাড়ি ও পুলিশের একটি লেগুনায় আগুন দিয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
জানা গেছে ডায়না গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধ করাসহ বিভিন্ন দাবিতে মিরপুর ১৪ নাম্বার কচুক্ষেত সড়ক বিক্ষোভ করে। সেসময় তারা রাস্তা অবরোধের চেষ্টা করে।
এসময় পুলিশ ও সেনাবাহিনী শ্রমিকদের শান্ত করতে আসলে তাদের ওপর ইট পাটকেল ছুড়তে থাকে।
এসময় আত্মরক্ষায় পুলিশ লাঠিচার্জ করে। পরে বিক্ষুব্ধ হয়ে শ্রমিকরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কঠোর অবস্থানে যায়।
পুরো এলাকা বন্ধ করে চলাচল নিয়ন্ত্রণ করা হয়। পরিস্থিতি থমথমে এখনো বলে জানা গেছে।