ঢাকা | বঙ্গাব্দ

পাথিরানাকে ধরে রাখলেও মুস্তাফিজকে ছেড়ে দিল চেন্নাই

আসন্ন আইপিএলের জন্য মুস্তাফিজকে রিটেইন করেনি চেন্নাই।
  • | ৩১ অক্টোবর, ২০২৪
পাথিরানাকে ধরে রাখলেও মুস্তাফিজকে ছেড়ে দিল চেন্নাই মুস্তাফিজুর রহমান।

আইপিএলের গত আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ পারফর্ম করেছিলেন মুস্তাফিজুর রহমান। জাতীয় দলের হয়ে খেলার জন্য দেশে ফেরার আগ পর্যন্ত দলটির সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন তিনি। এত ভালো পারফর্ম করার পরেও আসন্ন আইপিএলের জন্য মুস্তাফিজকে রিটেইন করেনি চেন্নাই।


বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ছিল আইপিএলের প্লেয়ার রিটেনশনের (খেলোয়াড় ধরে রাখা) শেষদিন। টুর্নামেন্টের নতুন নিয়মানুযায়ী আগের আসরের ৬ জনকে এবারের আসরে ধরে রাখতে পারবে যেকোনো দল। তবে চেন্নাই ধরে রেখেছে পাঁচজনকে। সেই ৫ জনের তালিকায় নেই বাংলাদেশের মুস্তাফিজ।  


মুস্তাফিজকে রিটেইন না করলেও শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানাকে এবারও ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। লঙ্কান তরুণের সঙ্গে এই তালিকায় আছেন চার ভারতীয় ক্রিকেটার। তারা হলেন- রুতুরাজ গায়কোয়াড়, জাদেজা এবং শিভম দুবে এবং মাহেন্দ্র সিং ধোনি।  


১৮ কোটি রুপিতে অধিনায়ক রুতুরাজকে ধরে রেখেছে চেন্নাই। একই অঙ্কের অর্থ পাচ্ছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও। ১৩ কোটি পাবেন পাথিরানা। এ ছাড়া ধোনি পাচ্ছেন ৪ কোটি রুপি।

 

রিটেনশনে ধরে না রাখলেও নিলাম থেকে আবার মুস্তাফিজকে দলে টানতে পারবে চেন্নাই। আগামী মাসে হওয়ার কথা রয়েছে আইপিএলের মেগা নিলাম।