ঢাকা | বঙ্গাব্দ

নায়াগ্রা জলপ্রপাতে মা ও দুই শিশুর মৃত্যু, পুলিশের দাবি ‘আত্মহত্যা’

ওই নারীর এমন সিদ্ধান্তের সঠিক কারণ এখনো জানা যায়নি। এ নিয়ে তদন্ত চলছে। তাদের লাশও এখনো উদ্ধার করা যায়নি।
  • | ০১ নভেম্বর, ২০২৪
নায়াগ্রা জলপ্রপাতে মা ও দুই শিশুর মৃত্যু, পুলিশের দাবি ‘আত্মহত্যা’ নায়াগ্রা জলপ্রপাত

নায়াগ্রা জলপ্রপাতে নিরাপত্তা রেলিং পেরিয়ে নিচে পড়ে এক মা ও তার দুই সন্তানের মৃত্যু হয়েছে। তবে এটিকে দুর্ঘটনা নয়, বরং ‘ইচ্ছাকৃত’ বলে দাবি করেছে নিউইয়র্ক পুলিশ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।


নিউইয়র্ক স্টেট পুলিশের জানায়, স্থানীয় সময় সোমবার (২৮ অক্টোবর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিউইয়র্ক স্টেট ট্রুপার জেমস ও’ক্যালাগানের মতে, সেখানে উপস্থিত কিছু ব্যক্তি এই পরিবারকে জলপ্রপাতের দিকে যেতে দেখেছেন। পুলিশ জানিয়েছে, নিহত নারীর নাম চিয়ান্তি মিন্স (৩৩)। ছেলে ও মেয়েকে নিয়ে তিনি নিরাপত্তা রেলিং অতিক্রম করে লুনা আইল্যান্ডের কাছে জলপ্রপাতের দিকে এগিয়ে যান।


বুধবার (৩০ অক্টোবর) এক প্রেস রিলিজে নিউইয়র্ক স্টেট পুলিশ জানিয়েছে, ঘটনাটি ‘ইচ্ছাকৃত’ ছিল বলে তদন্তে বেরিয়ে এসেছে। তবে ওই নারীর এমন সিদ্ধান্তের সঠিক কারণ এখনো জানা যায়নি। এ নিয়ে তদন্ত চলছে। তাদের লাশও এখনো উদ্ধার করা যায়নি। নিহত শিশুদের মধ্যে রয়েছে ৯ বছর বয়সী রোমান রসম্যান এবং ৫ মাসের মেক্কা মিন্স। পুলিশ জানিয়েছে, এই পরিবার নায়াগ্রা জলপ্রপাত এলাকায় বসবাস করত।


ও’ক্যালাগান সাংবাদিকদের জানান, তদন্তকারীরা ঘটনার পেছনের কারণ বোঝার জন্য বেশ কিছুদিন সময় নিয়েছেন। জলপ্রপাত এলাকায় ‘অনেক নিরাপত্তাব্যবস্থা’ রয়েছে। এখানে দুর্ঘটনার আশঙ্কা প্রায় নেই। ওই নারীর পরিবারকে ঘটনাটি সম্পর্কে জানানোর চেষ্টা চলছে। আমাদের কাছে যে তথ্য রয়েছে, তা অনুযায়ী এটি একটি ইচ্ছাকৃত ঘটনা ছিল। তবে কারণ খুঁজে বের করা অনেক কঠিন।