ঢাকা | বঙ্গাব্দ

অভিনেত্রী শমী কায়সার আটক

মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর উওরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
  • | ০৬ নভেম্বর, ২০২৪
অভিনেত্রী শমী কায়সার আটক রাতে রাজধানীর উত্তরা থেকে শমী কায়সারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ই-কর্মাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি ও ছোট পর্দার অভিনেত্রী শমী কায়সারকে আটক করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।


মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর উওরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

 

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান সময় সংবাদকে এই তথ্য নিশ্চিত করেছেন।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থেকেই শমী কায়সার নানাভাবে বিতর্কিত হয়েছেন। তার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করারও অভিযোগ উঠেছে। এই অভিযোগের শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা হয়েছে।


গত ১৩ অক্টোবর মাগুরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন মোহাম্মদ রেজওয়ান কবির নামে এক ব্যক্তি।

 

গত ১৪ আগস্ট দেশের ক্যাবের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন শমী কায়সার। নব্বই এর দশকের একজন নামকরা অভিনেত্রী ছিলেন তিনি।

 

শমী কায়সার আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। এছাড়া ২০২৪-র নির্বাচনে ফেনী-৩ আসনে আওয়ামী লীগের সমর্থন চেয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে আসনটি থেকে মনোনয়ন পাননি তিনি।