ইসরায়েলের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ইসরায়েল কাৎজ। ইয়োভ গ্যালান্টের জায়গায় সাবেক এই পররাষ্ট্রমন্ত্রীকে নিযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জিম্মি ইসরায়েল সেনা সদস্যদের দেশে ফিরিয়ে আনাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে দেখছেন ইসরায়েলের নতুন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। বুধবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স প্ল্যাটফর্মে একটি পোস্টের মাধ্যমে এ কথা জানিয়েছেন তিনি।
কাৎজ লিখেছেন, প্রতিরক্ষা মন্ত্রীর পদে আমাকে নিয়োগ দেয়ার জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহু যে আস্থা রেখেছেন, তার জন্য তাকে ধন্যবাদ জানাতে চাই। আমরা আমাদের শত্রুদের বিরুদ্ধে বিজয়ের দিকে অগ্রসর হতে এবং যুদ্ধের লক্ষ্য অর্জনের জন্য একসঙ্গে কাজ করব, অপহৃতদের ফিরিয়ে আনা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
তিনি আরো লেখেন, ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশন হলো গাজায় হামাসকে ধ্বংস করা। লেবাননে হিজবুল্লাহর পরাজয়, ইরানের আগ্রাসন রোধ করা এবং উত্তর ও দক্ষিণ ইসরায়েলের বাসিন্দাদের তাদের বাড়িতে নিরাপদে প্রত্যাবর্তন করা।