ঢাকা | বঙ্গাব্দ

ইসরায়েলে অভিনব এক আইন পাস!

বিলটি স্পষ্টভাবে ইসরায়েলি নাগরিকদের জন্য প্রযোজ্য, যারা দেশ থেকে বহিষ্কৃত হওয়ার পরও তাদের নাগরিকত্ব বজায় থাকবে।
  • | ০৭ নভেম্বর, ২০২৪
ইসরায়েলে অভিনব এক আইন পাস! ইসরায়েলের পার্লামেন্ট নেসেট

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে অভিনব এক আইন পাস হয়েছে। নতুন এই আইনে সন্ত্রাসীদের পরিবারের সদস্যদের ইসরায়েল থেকে বের করে দেওয়া হবে। নেসেটে আইনটির পক্ষে ভোট পড়েছে ৬১টি এবং বিপক্ষে পড়েছে ৪১টি ভোট। খবর টাইমস অব জেরুজালেমের।


বিলটি নেসেটে উত্থাপন করেন লিকুদ পার্টির এমপি হানোচ মিলউইডস্কি। নতুন এই আইনে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এমন ক্ষমতা দেওয়া হয়েছে- ইসরায়েলে কোন সন্ত্রাসী হামলায় কেউ জড়িত বলে প্রমান পেলে তার পরিবারের সদস্যদেরও ইসরায়েল থেকে বহিষ্কার করতে পারবে। ইসরায়েলের নাগরিক হলেও তাদের ইসরায়েল থেকে বের করে দেওয়া হবে নতুন এই আইনের আওতায়।  


সম্প্রতি ইসরায়েলে ছুরি হামলার ঘটনা বেড়ে যাওয়ায় এ বিলটি নেসেটে উত্থাপন করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। বিলটি স্পষ্টভাবে ইসরায়েলি নাগরিকদের জন্য প্রযোজ্য, যারা দেশ থেকে বহিষ্কৃত হওয়ার পরও তাদের নাগরিকত্ব বজায় থাকবে। 


এতে বলা হয়েছে, কোনো ব্যক্তির বিষয়ে তথ্য পাওয়ার পর মন্ত্রী একটি শুনানির আহ্বান করবেন। এ সময় সন্দেহভাজন ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের জন্য ১৪ দিন সময় দেওয়া হবে। দোষী সাব্যস্ত হলে তাকে ইসরায়েল থেকে বের করে দেওয়া হবে। তাকে অধিকৃত গাজা বা অন্য কোন অঞ্চলে পাঠিয়ে দেওয়া হবে।