রুপির দরপতনে ভারতীয়দের কপালে চিন্তার ভাঁজ। মার্কিন ডলারের বিপরীতে রুপির বিনিময় হার কমেছে আরও ৫ পয়সা। ফলে ভারতে প্রতি ডলারের বিনিময়মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৮৪ দশমিক ৩৭ রুপি, যা মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির ইতিহাসে সর্বনিম্ন। শুক্রবার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
দেশটির বৈদেশিক মুদ্রার ব্যবসায়ীরা বলছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ অক্টোবর মাসে নীতি সুদহার শূন্য দশমিক ৫০ শতাংশীয় পয়েন্ট কমানোর ঘোষণার মাধ্যমে বৈশ্বিক আর্থিক ল্যান্ডস্কেপে পরিবর্তনের ইঙ্গিত দেয়। তা ছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের শুল্ক–কর ও বাণিজ্যনীতি বিশ্বাবাজারকে প্রভাবিত করবে। এ কারণে রুপির দামে অস্থিরতা শুরু হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) সকালে আন্তব্যাংক লেনদেনে প্রতি ডলারের দাম ছিল ৮৪ দশমিক ৩২ রুপি। পরে তা ৫ পয়সা বেড়ে ৮৪ দশমিক ৩৭ রুপি হয়। এর আগে, বৃহস্পতিবার (৭ নভেম্বর) ডলারের বিপরীতে রুপি ১ পয়সা দর হারায়। আর মঙ্গলবার (৫ নভেম্বর) প্রতি ডলারের দাম ছিল ৮৪ দশমিক ১২ রুপি।
ভারতীয় মুদ্রার ধারাবাহিক দরপতনের কারণে ভারতীয় নীতিনির্ধারক ও আর্থিক বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। দেশটির শেয়ারবাজার থেকে বিদেশি বিনিয়োগকারীরা বিপুল পরিমাণ অর্থ তুলে নেওয়ার জেরেই মূলত রুপির দরপতন ঘটছে বলে মনে করেন তারা। পাশাপাশি মুদ্রাবাজারে অস্থিরতা অব্যাহত থাকার কারণে ডলারের বিপরীতে রুপির আরও দরপতন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মান সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। ১১ অক্টোবর ডলারের বিপরীতে রুপির দর প্রথমবারের মতো ৮৪ রুপি ছাড়িয়ে যায়।