২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এবার আর্জেন্টিনাকে হারিয়ে দিল প্যারাগুয়ে। আসুনসিয়নের দেল চাকো স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার (১৫ নভেম্বর) বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে স্বাগতিকরা। ২০১৬ সালের পর আর্জেন্টিনার বিপক্ষে জয় পেল তারা।
আর্জেন্টিনার হয়ে গোল করেন লাউতারো মার্টিনেজ। আর প্যারাগুয়ের হয়ে দুইটি গোল আসে আন্তোনিও সানাব্রিয়া এবং ওমর আলদারেতের পা থেকে।
আগে থেকেই জানানো হয়েছিলো, গ্যালারিতে প্যারাগুয়ের কোনো সমর্থক আর্জেন্টিনা কিংবা মেসির জার্সি পরে মাঠে আসতে পারবে না। ফলে পুরো গ্যালারি জুড়েই ছিল প্যারাগুয়ের লাল-সাদা জার্সি। শুধু যে সমর্থকদের কারণেই প্যারাগুয়ে আজ আর্জেন্টিনাকে হারিয়েছে তেমনটা নয়, মাঠের ফুটবলেও প্যারাগুয়ে আজ ছিল দারুণ।
ম্যাচের শুরু থেকেই ভালো সুযোগ তৈরি করতে থাকে স্বাগতিকরা। তবে প্রথম গোল করে আর্জেন্টিনা। ম্যাচের ১১তম মিনিটে লাউতারো মার্টিনেজ আলবিসেলেস্তেদের এগিয়ে দেন। এঞ্জো ফার্নান্দেজের থ্রু বল ধরে প্যারাগুয়ের ডিফেন্ডারকে পেছনে ফেলে আড়াআড়ি শটে গোল করেন লাউতারো।
তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। ১৯তম মিনিটেই সমতায় ফেরে প্যারাগুয়ে। প্যারাগুয়ের ডিফেন্ডার গুস্তাভো গোমেসের হেড ক্রসবারে লেগে ফিরলেও বিপদমুক্ত করতে পারেনি আর্জেন্টিনা। বাইলাইনের কাছাকাছি জায়গা থেকে গুস্তাফো ভেলাসকেসের ক্রসে সানাব্রিয়ার দারুণ এক বাইসাইকেল কিক পোস্ট ঘেঁষে বল জালে জড়ায়।
প্রথমার্ধ ১-১ গোলের সমতায় শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় প্যারাগুয়ে। ৪৭তম মিনিটে দিয়েগো গোমেজের ফ্রি কিক হেড করে গোল করেন ওমর আলদারেতে। এরপর আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় আর্জেন্টিনা।
ম্যাচের ৭৯তম মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। মেসির দূরপাল্লার শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ৮৬তম মিনিটে মেসির কর্নার থেকে হেডে গোল করার সুযোগ পেয়েছিলেন ভ্যালেন্টিন কাস্তেলানোস। শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি আর্জেন্টিনা। আর তাতেই ৮ বছর পর আর্জেন্টিনাকে হারায় প্যারাগুয়ে।
১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে আর্জেন্টিনা। ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে কলম্বিয়া। আর আর্জেন্টিনাকে হারিয়ে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠে এসেছে প্যারাগুয়ে।