ঢাকা | বঙ্গাব্দ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শিবিরের ৭ অভিযোগ

রোববার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শিবিরের নেতাকর্মীরা অভিযোগ দাখিল করেন।
  • | ১৭ নভেম্বর, ২০২৪
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শিবিরের ৭ অভিযোগ ছবি : সংগৃহীত।

ইসলামী ছাত্রশিবিরের ৭ নেতাকর্মী, যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনে পঙ্গু হয়েছেন বা গুমের শিকার হয়েছেন, তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন।


রোববার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ওই নেতাকর্মীরা নিজেদের উপস্থিতি থেকে অভিযোগ দাখিল করেন। অভিযোগকারীরা হলেন— দেলোয়ার হোসেন মিশু, নুরুল আমিন, কামরুজ্জামান, মো. আলমগীর হোসেন (বগুড়ার শেরপুর), আব্দুল করিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিনোদপুরের মো. জনি ইসলাম এবং সাইফুল ইসলাম।


এছাড়া মোট ৫৩ জনকে আসামি করা হয়েছে, তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অনেক সদস্যের নাম অভিযোগে এসেছে।


অবশ্য, অভিযোগের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম আসেনি।