ঢাকা | বঙ্গাব্দ

প্যারিসের রেস্তোরাঁয় পাঁচজনকে জিম্মি

পুলিশ জানিয়েছে, অপরাধীর সঙ্গে আলোচনা চলছে। তার আগের কোনো অপরাধমূলক রেকর্ড নেই বলেও জানিয়েছে পুলিশ।
  • | ১৭ নভেম্বর, ২০২৪
প্যারিসের রেস্তোরাঁয় পাঁচজনকে জিম্মি উদ্ধারকারী দলও ঘটনাস্থলে পৌঁছেছে।

ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠ ইসে-লে-মুলিনাক্সে একটি রেস্তোরাঁর মালিকের ছেলে ও কর্মচারীসহ অন্তত পাঁচজনকে ছুরি হাতে এক ব্যক্তি জিম্মি করে রেখেছে। দেশটির টিভি চ্যানেল বিএফএম এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থলটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে পুলিশ বাহিনীর বহু সদস্য মোতায়েন করা হয়েছে। প্যারিসের বিশেষ অপারেশন পুলিশ ইউনিট (বিআরআই) এবং উদ্ধারকারী দলও ঘটনাস্থলে পৌঁছেছে।


এদিকে পুলিশ জানিয়েছে, এই জিম্মির ঘটনায় অভিযুক্ত ব্যক্তি আত্মহত্যার ইচ্ছা প্রকাশ করেছেন। শুধুমাত্র রেস্টুরেন্টের কর্মচারীরা বর্তমানে রেস্টুরেন্টের ভেতরে উপস্থিত রয়েছেন। ঘটনার মুহূর্তে কোনো খদ্দের সেখানে ছিল না। পুলিশ জানিয়েছে, অপরাধীর সঙ্গে আলোচনা চলছে। তিনি দাবি করেন যে তিনি আত্মহত্যা করতে পারেন। তার আগের কোনো অপরাধমূলক রেকর্ড নেই বলেও জানিয়েছে পুলিশ।