ঢাকা | বঙ্গাব্দ

উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের

সালভাদরের এরিনা ফন্টে নোভা স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে বুধবার (২০ নভেম্বর) ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল।
  • | ২০ নভেম্বর, ২০২৪
উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের উরুগুয়ের হয়ে ভালভার্দে এবং ব্রাজিলের হয়ে গোল করেছেন গারসন।

সালভাদরের এরিনা ফন্টে নোভা স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে বুধবার (২০ নভেম্বর) ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। এর আগে ভেনেজুয়েলার বিপক্ষেও একই ব্যবধানে ড্র করেছিল দরিভালের দল। ফলে বছরের শেষ ম্যাচেও জয়হীন থাকল সেলেসাওরা।


ম্যাচের প্রথমার্ধে দুই দলই তেমন কোনো উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি। ব্রাজিল সাতটি শট নিলেও মাত্র একটি লক্ষ্যে ছিল। অন্যদিকে উরুগুয়ে পুরোপুরি রক্ষণভাগে মনোযোগ দিয়ে খেলেছে।


দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ভালভার্দের দুর্দান্ত শটে এগিয়ে যায় উরুগুয়ে। ব্রাজিলের গোলরক্ষক এডারসন শটটি ঠেকাতে ব্যর্থ হন।


তবে উরুগুয়ের লিড বেশিক্ষণ টেকেনি। ৬২তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে গারসনের শটে সমতায় ফেরে ব্রাজিল। গোলের পর আক্রমণের ধার বাড়ালেও উরুগুয়ের রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হন ভিনিসিউস ও ইঘোররা।


শেষদিকে দুই দলই গোল করার চেষ্টা করে। তবে গোলের দেখা পায়নি কেউই। ফলে ১-১ গোলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় উভয় দলকে।


১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে উরুগুয়ে কনমেবল অঞ্চলের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ব্রাজিল নেমে গেছে পঞ্চম স্থানে। ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা।


বছরের শেষ ম্যাচে টানা দ্বিতীয় ড্রয়ের ফলে বিশ্বকাপ বাছাইপর্বে চাপের মুখে পড়েছে ব্রাজিল। তাদের সামনে এখন কঠিন পথচলার অপেক্ষা।