ঢাকা | বঙ্গাব্দ

যমুনা ফিউচার পার্কে চুরির ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, নিরাপত্তা নিয়ে উত্তেজনা

যমুনা ফিউচার পার্ক মার্কেটে চুরির ঘটনায় বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা৷
  • | ২২ নভেম্বর, ২০২৪
যমুনা ফিউচার পার্কে চুরির ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, নিরাপত্তা নিয়ে উত্তেজনা ছবি : সংগৃহীত।

যমুনা ফিউচার পার্ক মার্কেটে চুরির ঘটনায় বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা৷ আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। 


ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার রাতে কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটে৷ এতে প্রায় দেড় কোটি টাকার মালামালসহ নগদ ৮ লাখ টাকা নিয়ে যায়৷ অভিযোগ করেন, এর আগেও এমন ঘটনা ঘটেছে মার্কেটটিতে। বিষয়টি নিয়ে নিরাপত্তা কর্মীদের সাথে কথা বলতে গেলে ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে দু-পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন।


ঘটনার সত্যতা স্বীকার করলেও কী পরিমাণ চুরি হয়েছে তা জানাতে পারেনি ভাটারা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম।