ঢাকা | বঙ্গাব্দ

উপনির্বাচনে সব আসন জয়ে উচ্ছ্বসিত মমতা

ছয়ে ছয় পরিষ্কার হওয়ার পর মমতা বলেছেন, আমরা জমিদার নই, পাহারাদার। ‘জমিদার’ কটাক্ষ ঝরে পড়েছে অভিষেকের পোস্টেও।
  • | ২৪ নভেম্বর, ২০২৪
উপনির্বাচনে সব আসন জয়ে উচ্ছ্বসিত মমতা মমতা ও অভিষেক ব্যানার্জি

ভারতের পশ্চিমবঙ্গে ছয় আসনে বিধানসভার উপনির্বাচনের ফল দেখে আপ্লুত মমতা বন্দ্যোপাধ্যায়। ছয়টির মধ্যে পাঁচটি আসনে ইতিমধ্যেই জয়ী তৃণমূল প্রার্থীরা। তালড্যাংরা আসনে গণনা এখনো চলছে। তবে সেখানেও এগিয়ে তৃণমূল প্রার্থী। শনিবার দুপুরের মধ্যেই উপনির্বাচনের ফল কার্যত পরিষ্কার হয়ে যাওয়ার পরেই সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মমতা। এর ফলে আগামী দিনে তৃণমূল মানুষের জন্য কাজ করায় আরও বেশি উৎসাহ পাবে বলেও জানিয়েছেন তিনি। 


ভোটারদের ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন তৃণমূলের ‘সেনাপতি’ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। নাম উল্লেখ না করে বিজেপিকে ‘জমিদার’ বলে কটাক্ষ করেছেন দু’জনেই। উপনির্বাচনের ফল নিয়ে সমাজমাধ্যমের পোস্টে মমতা লিখেছেন, আমার অন্তরের অন্তঃস্থল থেকে মা-মাটি-মানুষকে জানাই প্রণাম। আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামীর চলার পথে আরও সক্রিয় ভাবে কাজ করার উৎসাহ দেবে। সাধারণ মানুষই আমাদের ভরসা। আমরা সবাই সাধারণ মানুষ। এটাই আমাদের পরিচয়। এর পরেই ‘জমিদার প্রসঙ্গ’ উঠে এসেছে মমতার বক্তব্যে। তৃণমূল এর আগে অনেকবার বিজেপিকে ‘জমিদার’ বলে কটাক্ষ করেছে। 


ছয়ে ছয় পরিষ্কার হওয়ার পর মমতা বলেছেন, আমরা জমিদার নই। মানুষের পাহারাদার। মানুষের আশিস আজীবন আমাদের হৃদয় স্পর্শ করে থাকবে। ‘জমিদার’ কটাক্ষ ঝরে পড়েছে অভিষেকের পোস্টেও। তিনি লিখেছেন, উপনির্বাচনের ছয়টি আসনেই জয়লাভের জন্য তৃণমূল প্রার্থীদের শুভেচ্ছা। বাংলাকে অসম্মান করার জন্য নিজেদের স্বার্থে সংবাদমাধ্যম ও কলকাতা হাইকোর্টের একাংশ এবং জমিদারদের তৈরি করা আখ্যান ভেস্তে দিয়েছে তৃণমূল।


এর পর মাদারিহাটের মানুষকে আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন অভিষেক। ওই আসনটি বিজেপির দখলে ছিল। উপনির্বাচনে তা-ও ছিনিয়ে নিয়েছে তৃণমূল। অভিষেকের কথায়, মাদারিহাটের মানুষকে বিশেষ ভাবে ধন্যবাদ। আমাদের প্রথমবার সেবা করার সুযোগ দিয়েছেন আপনারা। গণতান্ত্রিক ভাবে বাংলা বিরোধীদের হারিয়ে আমাদের ওপর ভরসা রাখার জন্য পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমি মাথা নত করছি। দলের তৃণমূল স্তরের নেতাকর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন মমতার এই ‘সেনাপতি’।


পশ্চিমবঙ্গের ছয়টি আসনে উপনির্বাচন হয় ১৩ নভেম্বর। কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, বাঁকুড়ার তালড্যাংরা এবং উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও নৈহাটিতে শনিবার সকাল থেকে শুরু হয় ভোটগণনা।


দুপুরের মধ্যে পাঁচটি আসনে তৃণমূলের প্রার্থীরা জয়ী বলে ঘোষিত। উপনির্বাচনে এমনিতেই শাসকদলের জয়ের হাওয়া থাকে। সিতাই, নৈহাটি এবং হাড়োয়ায় তৃণমূলের জয় একপ্রকার নিশ্চিত ছিল। তবে বিজেপির দখলে থাকা উত্তরবঙ্গের মাদারিহাটে ২৮ হাজারের বেশি ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। এ ছাড়া, সিতাইয়ে সঙ্গীতা রায়, নৈহাটিতে সনৎ দে এবং হাড়োয়াতে শেখ রবিউল ইসলাম বড় ব্যবধানে জিতেছেন। তালড্যাংরার ফল এখনও ঘোষিত নয়। তবে ওই আসনেও এগিয়ে তৃণমূল।