লেগানেসের বিপক্ষে দাপটের সঙ্গে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রোববার (২৪ নভেম্বর) এস্তাদিও মিউনিসিপ্যাল ডি বুটার্কে স্বাগতিকদের ৩-০ গোলে উড়িয়ে দেয় রিয়াল। গোল পেয়েছেন এমবাপ্পে, ভালভার্দে এবং বেলিংহ্যাম।
শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে রিয়াল। যদিও দল পেতে বেশখানিকটা অপেক্ষা করতে হয় লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের। ম্যাচের দশম মিনিটে রিয়ালের হয়ে গোল করেন এমবাপ্পে। তবে অফসাইডে তা বাদ হয়ে যায়।
তবে প্রথম হাফ শেষের দুই মিনিট আগে রিয়ালকে এগিয়ে দেন সেই কিলিয়ান এমবাপ্পে। লেগানেসের ফুটবলারদের ভুলে প্রথম গোল পায় রিয়াল। লেগানেসের ফুটবলাররা রিয়াল মাদ্রিদের চাপে বল নিজেদের ডি-বক্সে নেয়ার সময় তা কেড়ে নেন ভিনিসিউস। সেই বল এমবাপ্পেকে পাস দিলে সহজ এক গোল পান ফরাসি এই তারকা।
রিয়াল দ্বিতীয় গোলটি পায় ম্যাচের ৬৬তম মিনিটে। চমৎকার ফ্রি-কিকে ব্যবধান দ্বিগুণ করেন ফেদেরিকো ভালভার্দে। আর ৮৫তম মিনিটে দলের জয় নিশ্চিত করেন বেলিংহ্যাম। লুকা মদ্রিচের কর্নার ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি লেগানেস। বক্সের বাইরে থেকে ব্রাহিম দিয়াসের জোরাল শটে বল প্রতিপক্ষের একজনের পায়ে লেগে ক্রসবারে লেগে ফিরে আসে, ফিরতি বল হেডে ফাঁকা জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার। এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে গোল পেলেন বেলিংহ্যাম।
বাকি সময় আর গোল না হলে ৩-০ জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে তারা। ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।