ঢাকা | বঙ্গাব্দ

অনিবন্ধিত মোবাইল ফোন নিয়ে আশ্বস্ত করলো বিটিআরসি

দেশে ব্যবহৃত অনিবন্ধিত মোবাইল ফোন নিয়ে গ্রাহকদের আতংকিত না হতে বলেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
  • | ০৮ মে, ২০২৪
অনিবন্ধিত মোবাইল ফোন নিয়ে আশ্বস্ত করলো বিটিআরসি ফাইল ছবি

দেশে ব্যবহৃত অনিবন্ধিত মোবাইল ফোন নিয়ে গ্রাহকদের আতংকিত না হতে বলেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।


বুধবার দেশের টেলিযোগাযোগ সেবা ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম নিয়ে বিটিআরসির গণশুনানিতে অংশ নেয়া একজনের প্রশ্নের জবাবে সংস্থাটির কমিশনার প্রকৌশলী শেখ রিয়াজ আহমেদ এ কথা জানান।


শেখ রিয়াজ বলেন, বর্তমানে দেশের নেটওয়ার্কে নিবন্ধিত এবং অনিবন্ধিত উভয় মোবাইল ফোন সচল রয়েছে। তবে যেসব অবৈধ ফোন প্রচলিত রয়েছে, সেগুলো বন্ধের প্রয়োজন হলে গ্রাহকদের পর্যাপ্ত সময় দেয়া হবে। তাই অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধ হয়ে যাবে, এমনটি ভেবে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।


যাচাই-বাছাই করে ফোন কেনা উচিত জানয়ে তিনি বলেন, সরকার এবং বিটিআরসির পক্ষ থেকে আমি গ্রাহকদের অনুরোধ করবো, সবাই যেন নিবন্ধিত মোবাইল ফোন কেনেন। আমরা অনিবন্ধিত মোবাইল ফোনের বিষয়ে আপনাদের নিরুৎসাহিত করছি।


কারও কাছে অনিবন্ধিত মোবাইল ফোন থাকলে বিটিআরসিতে এলে সেগুলোর নিবন্ধনের ব্যবস্থা করা হবে বলেও জানান বিটিআরসি কমিশনার। তিনি বলেন, সব মোবাইল সেটই নেটওয়ার্কে কাজ করবে। কোনোটাই বন্ধ করা হবে না।


বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে কমিশনের অন্যান্য কমিশনাররাও বিভিন্ন গ্রাহক ও প্রতিনিধিদের প্রশ্নের উত্তর দেন।


তিনি বলেন, নিয়মিত ফাইনান্সিয়াল অডিট করছে বিটিআরসি। ফলে অপারেটরগুলো বকেয়া পরিশোধ করছে। এবার বিটিআরসি এক্সটার্নাল আইটি অডিট করতে চায়, যাতে করে সাইবার সিকিউরিটি জোরদার হয়।


এদিকে বিটিআরসি জানায়, মোবাইল ডাটা প্যাকেজ পুর্ননির্ধারণের লক্ষ্যে জরিপ চলছে। সবার মতামত নিয়ে শিগগিরই নতুন ডাটা প্যাকেজ প্ল্যান ঘোষণা করা হবে।


পলক বলেন, মেয়াদ শেষে গ্রাহকের ব্যালেন্স থেকে মোবাইল অপারেটররা টাকা কেটে নেয় কি না সেব্যাপারে নজর রাখা হবে।