ঢাকা | বঙ্গাব্দ

ত্রিপুরায় বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলা, ছিঁড়ে ফেলা হয়েছে বাংলাদেশের পতাকা

ভারতের আগরতলায় বাংলাদেশের উপ-হাইকমিশনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
  • | ০২ ডিসেম্বর, ২০২৪
ত্রিপুরায় বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলা, ছিঁড়ে ফেলা হয়েছে বাংলাদেশের পতাকা সংগৃহীত

ভারতের আগরতলায় বাংলাদেশের উপ-হাইকমিশনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় বাংলাদেশের জাতীয় পতাকা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়। আজ সোমবার (২ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যমের ছড়ানো গুজবের জেরে বাংলাদেশের উপ-হাইকমিশনে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে কলকাতা টোয়েন্টি ফোর সেভেন। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, হিন্দুত্বাবাদীরা এ হামলা চালিয়েছে।


তবে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকা নামিয়ে ফেলার ঘটনা ঘটেছে।


বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সভা ছিল আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনের সামনে। সভা শেষে সংগঠনের ছয়জনের একটি প্রতিনিধি দল হাইকমিশন কার্যালয়ের ভেতরে যায় স্মারকলিপি জমা দিতে। এসময় বাইরে থাকা কিছু হিন্দু যুবক হঠাৎ বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ের ভেতরে ঢুকে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিড়ে ফেলে। পরে হাইকমিশন কার্যালয়ের কিছু সাইনবোর্ড ভাঙচুর করে ও আগুন লাগিয়ে দেয় তারা।


এদিকে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, গেরুয়া পতাকা এবং পট্টিধারী শতাদিক মানুষ বাংলাদেশের সহকারী হাইকমিশনে ঢুকে পড়ে। চত্বরে থাকা ফ্ল্যাগস্ট্যান্ড থেকে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে। এসময় পুলিশ তাদের থামানোর চেষ্টা করে। পরবর্তীতে হামলাকারীদের হাইকমিশন চত্বর থেকে বের করে দেয় পুলিশ। ঘটনাস্থলে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএফএফ) সদস্যদেরও দেখা গেছে।


thebgbd.com/NIT