ঢাকা | বঙ্গাব্দ

৫ বছর পর খুলেছে নটর-ডেম

২০১৯ সালের অগ্নিকাণ্ডের পর ক্যাথেড্রালটিকে ‘সংরক্ষণ, সাহায্য, পুনর্নির্মাণ’-এ সকলকে ধন্যবাদ জানিয়েছেন ফরাসী প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।
  • অনলাইন ডেস্ক | ০৮ ডিসেম্বর, ২০২৪
৫ বছর পর খুলেছে নটর-ডেম অনুষ্ঠানের উপস্থিত বিশ্বনেতারা।

নটর-ডেম ক্যাথেড্রাল পুনরায় চালু হওয়ার শুভক্ষণে ফ্রান্সের রাজধানীতে জড়ো হয়েছেন বিশ্ব নেতারা। ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ নাম পাওয় এই ঐতিহ্যবাহী গির্জাটি ২০১৯ সালে এক ভয়াবহ আগুনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা বিশ্বব্যাপী আলোড়ণের ঢেউ তুলে।


স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় প্যারিসের আর্চবিশপ লরেঁ উলরিখ আনুষ্ঠানিকভাবে নটর-ডেমের দরজা খুলে দেন। শুরু হয় বিশেষ অনুষ্ঠান যাতে অংশগ্রহণ করতে উপস্থিত ছিলেন ফরাসী রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ, মার্কিন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বিদায়ী ফার্স্ট লেডি জিল বাইডেন, প্রিন্স উ্ইলিয়াম, ভলোদিমিরি জেলেনস্কিসহ বিশ্বের অন্যান্য রাষ্ট্রপ্রধানরা। 


ম্যাক্রোঁ অনুষ্ঠানে বলেন, ‘আজ রাতে, আপনার সামনে দাঁড়িয়ে আছি... ফরাসি জাতির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করতে- যারা নটর-ডেমকে বাঁচিয়েছেন, সাহায্য করেছেন এবং পুনর্নির্মাণ করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা।’ ‘আজ রাতে নটর-ডেমের ঘন্টা আবার বাজবে’, বলে তিনি তার বক্তব্য শেষ করেন।


২০১৯ সালের ১৫ এপ্রিল ১২শ শতকের গথিক ক্যাথেড্রালটিকে এক ভয়াবহ আগুন এমন ভাবে গ্রাস করে, এটি প্রায় ভেঙে পড়ার কাছাকাছি চলে যায়। আগুনে পুরো ধ্বংস হয়ে যায় ১২শ শতকের ৮৬০ বছরের পুরনো গির্জাটির ছাদ এবং চুড়ো। ক্ষতি হয় ভিতরেও। আগুন নেভাতে শতাধিক দমকলকর্মী মোতায়েন করা হয়।


অগ্নিকাণ্ডের পর, পুনর্গঠনে সাহায্য করার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনুদান আসে প্রায় এক বিলিয়ন ডলার। ক্যাথিড্রালটি অত্যন্ত সতর্কতার সঙ্গে পুননির্মাণ করা হয়েছে, একটি নতুন চূড়া এবং মাঝের ভল্টিং সহ, এর উড়ন্ত বাট্রেস এবং খোদাই করা পাথরের গারগোয়েলগুলি তাদের অতীত গৌরব ফিরে পেয়েছে এবং শ্বেতপাথর ও সোনার কারুকাজগুলো আবার উজ্জ্বলভাবে জ্বলছে।


আগুনের সঙ্গে লড়াই ফরাসি অগ্নিনির্বাপক কর্মীদেরও উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। তারা যখন একে একে সবার সামনে দিয়ে যান অতিথিরা দাঁড়িয়ে অভ্যর্থনা দেন। তাদের উদ্দেশ্যে ক্যাথিড্রালের সামনে ‘ধন্যবাদ’ শব্দটিও লেখা হয়।


হাতে ক্যাথেড্রালের ট্যাটু আঁকা প্যারিসের এক কর্মজীবী প্যাসকেল তর্দুঁ রয়টার্স নিউজ এজেন্সিকে বলেছেন ফরাসীদের কাছে নটর-ডেম মানে ‘সবকিছু’। ক্যাথেড্রালের পাশে বয়ে চলা নদীর ঠিক ওপারে বসবাসকারী তর্দুঁ বলেন, ‘প্রতিদিন আমার জানালা দিয়ে নির্মাণ দেখেছি, স্পায়ারটি নিচে নামানো হচ্ছে, ফিরিয়ে আনা হচ্ছে। পুড়তে দেখেছি, আবার গড়তে দেখেছি। প্রতিদিন এটির একটু একুট করে ফিরে আসা দেখেছি।’


প্যারিসের এই গির্জা আগুনে এতটাই বিপর্যস্ত হয় যে মনে করা হয়, মেরামতি করতে এক দশকের বেশি সময় লাগবে। ফরাসী প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ঘোষণা দেন পাঁচ বছরের মধ্যে কাজ শেষ করবেন এবং তিনি তা তরে দেখালেন। বর্তমান সময়ে চলা রাজনৈতিক অচলাবস্থা কাটাতে বিষয়টা ম্যাক্রোঁ কাজে লাগাতে পারেন বলে মনে করছেন অনেকে। আগামী সোমবার সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে নটর-ডেম।


সূত্র: আল জাজিরা


এসজেড