ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশের উপ-হাইকমিশনে হামলা, প্রতিবাদে যে ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ

ভারতের আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।
  • | ০২ ডিসেম্বর, ২০২৪
বাংলাদেশের উপ-হাইকমিশনে হামলা, প্রতিবাদে যে ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ ছবি : সংগৃহীত।

ভারতের আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। 


আজ সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ বিক্ষোভ মিছিলের ডাক দেন তিনি


পোস্টে হাসনাত জানান, ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদে রাত ৯টায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ মিছিল করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

thebgbd.com/NA