ঢাকা | বঙ্গাব্দ

ভারত পার্শ্ববর্তী দেশগুলো কব্জা করার চিন্তা করলে ভুল করবে : রিজভী

দলমত নির্বিশেষে সবাইকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছিন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
  • | ০৪ ডিসেম্বর, ২০২৪
ভারত পার্শ্ববর্তী দেশগুলো কব্জা করার চিন্তা করলে ভুল করবে : রিজভী ছবি : সংগৃহীত।

দলমত নির্বিশেষে সবাইকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছিন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সব দেশের স্বাধীনতা ও সার্বোভৌমত্বের মর্যাদা দেয় বাংলাদেশ। কিন্তু ভারত সম্প্রসারণবাদের বিস্তার করে পার্শ্ববর্তী দেশগুলো কব্জা করার চিন্তা করলে ভুল করবে।


আজ বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে পুজা উদযাপন ফ্রন্ট আয়োজিত অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। 


বিএনপির এ সিনিয়র নেতা বলেন, শেখ হাসিনার পতন মেনে নিতে না পেরে ভারতের মিডিয়া খেয়ে না খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। 


এসময় বাংলাদেশের মানুষ জীবন দিয়ে হলেও দেশের স্বাধীনতা সার্বভোমত্ব রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ বলে মন্তব্য করেন রিজভী।