ব্যাংকখাতের প্রযুক্তিগত উন্নয়নে কাজ করছে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, আগামী বছরের মধ্যে প্রত্যেক ব্যাংকের লেনদেন হবে কাগজবিহীন।
আজ বুধবার (৪ ডিসেম্বর) গণমাধ্যমকে এসব কথা জানান গভর্নর।
তিনি বলেন, একটি আইন করা হচ্ছে ব্যাংকগুলোকে আইনিভাবে সহায়তা দেয়ার জন্য। ১০ ডিসেম্বর থেকে এই আইন কার্যক্রম শুরু করবে বাংলাদেশ ব্যাংক। এই আইনের মাধ্যমে ব্যাংক খাতের আর্থিক ঘাটতি এবং টাকার উৎস খুঁজে বের করা সম্ভব হবে।
আহসান এইচ মনসুর বলেন, বর্তমান প্রেক্ষাপটে যে চ্যালেঞ্জ আছে মোকাবিলা করা সম্ভব হয় যদি না দীর্ঘমেয়াদি অর্থায়নের ব্যবস্থা না করা হয়। দেশের যে চারটি ভিত্তি—শেয়ার বাজার, ব্যাংক খাত, বীমা, কোনোটারই দেশে এখন দীর্ঘমেয়াদি উন্নয়ন নেই।
তিনি বলেন, রিজার্ভ ছিল ৪৮ বিলিয়ন ডলার। এখন আছে ২৪ বিলিয়ন, বাকি ২৪ বিলিয়ন বিদেশে চলে গেছে। এই অর্থ পাচার বন্ধ করতে হবে। অর্থ পাচারের রাজনৈতিক কারণ, সামাজিক কারণ খুঁজে পদক্ষেপ না নিলে আর্থিক খাতের উন্নয়ন করা সম্ভব হবে না।
thebgbd.com/NA