লা লিগায় বার্সেলোনা পয়েন্ট খুইয়েছিল টানা দুই ম্যাচে। রিয়াল মাদ্রিদের কাছে সেটার সুযোগ নেয়ার উপলক্ষ্যটা সাজানোই ছিল। লা লিগায় মিডউইকের ম্যাচে অ্যাথলেতিক বিলবাওকে হারাতে পারলেই বার্সেলোনার একেবারে কাছাকাছি চলে যেতে পারতেন এমবাপে-বেলিংহামরা। কিন্তু, এমবাপের বাজে ফর্মের কারণে আরও একবার ভুগতে হয়েছে রিয়াল মাদ্রিদকে।
লা লিগার ম্যাচে বাস্ক অঞ্চলের ক্লাবের কাছে রিয়াল মাদ্রিদ হেরে বসেছে ২-১ গোলে। ম্যাচে দলের হার ছাপিয়ে আলোচনায় কিলিয়ান এমবাপের পেনাল্টি মিস। সবশেষ নিজের দুই পেনাল্টিই মিস করেছেন এই ফ্রেঞ্চ তারকা। ভিনিসিয়ুস জুনিয়র না থাকায় নিজের পছন্দের লেফট উইং জায়গাতেও খেলতে পারছেন অনায়াসে। কিন্তু তাতে প্রত্যাশা পূরণ করতে পারছেন কই!
প্রতিপক্ষের মাঠে শুরু থেকে বলের দখল রাখলেও, সুযোগ তৈরিতে পিছিয়ে ছিল রিয়াল। এমনকি প্রথমার্ধে লক্ষ্যে কোনো শটও নিতে পারেনি তারা। এই অর্ধে গোল অবশ্য বিলবাও নিজেও পায়নি। যদি স্বাগতিকরা এই অর্ধে গোল না পাওয়ার কারণ থিবো কর্তোয়া।
তবে ভালো খেলার সুফল বিলবাও পেয়েছে ৫৩ মিনিটে এসে। স্বাগতিকদের লিড এনে দেন আলেহান্দ্রো রেমিরো। বাঁ প্রান্ত থেকে ইনাকি উইলিয়ামসের ক্রস ঠিকঠাক গ্রিপ করা হয়নি কর্তোয়ার। বেলজিয়ান গোলরক্ষকের হাত ঘুরে আসা বলটাকে জালের ঠিকানায় যায় রেমিরোর গায়ে লেগে।
৬৬ মিনিটে রিয়ালের এমবাপে-বেদনা। অ্যান্তোনিও রুদিগার আক্রমণে এসেছিলেন। তাকে আঘাত করে বসেন বিলবাও গোলকিপার হুলিয়েন আগিরেজাবালা। রেফারির পেনাল্টির বাঁশি। স্পট কিক থেকে সমতায় ফেরার সুযোগ আসে রিয়ালের। কিন্তু এমবাপে আবারও পেনাল্টি মিস করলেন। নিজের সবশেষ পেনাল্টি তিনি পেয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লিভারপুলের বিপক্ষে। সেদিনও মিস করেছিলেন গোলের সুযোগ।
তবে প্রায়শ্চিত্তটাও প্রায় করেই ফেলেছিলেন এমবাপে। বক্সের বাইরে থেকে নেওয়া তার শট ঠেকিয়েছিলেন বিলবাও গোলকিপার, তবে ক্লিয়ার করতে পারেননি। ফিরতি বল ফাঁকায় দাঁড়িয়ে থাকা জুড বেলিংহামের জালে জড়াতে কোনও অসুবিধাই হয়নি।
তবে রিয়ালের আনন্দ টিকেছিল কেবল ২ মিনিট। বিলবাওকে আবার এগিয়ে নেন বদলি নামা গোরকা গুরুজেহতা। রিয়াল মিডফিল্ডার ফেডে ভালভার্দের ভুল পাস ধরে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড।
১৫ ম্যাচের রিয়ালের পয়েন্ট ৩৩, আর শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩৭। এই ম্যাচ হেরে যাওয়ায় পয়েন্ট তালিকার শীর্ষস্থান বার্সার হাতেই থাকল। বাকি থাকা ম্যাচটি রিয়াল জিতলেও শীর্ষে থাকবে কাতালান ক্লাবটি। ২৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চারে আছে বিলবাও।
thebgbd.com/NIT