আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে বাংলাদেশের জনগণকে ভারত শত্রু বানিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
আজ শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর আয়োজনে "ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশী চেতনার জাগরণ" শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
মেজর হাফিজ বলেন, ভারতের সঙ্গে হওয়া সকল চুক্তির রিভিউ করতে হবে।
বাংলাদেশ কারও জন্য হুমকি নয় দাবি করে মেজর হাফিজ আরও বলেন, বাংলাদেশকে ধ্বংস করতে বিজেপি সরকার তাদের গণমাধ্যমকে ব্যবহার করে মিথ্যাচার চালাচ্ছে।