সিরিয়ার কৌশলগত শহর হোমস দখল করতে যাওয়া দেশটির সরকারবিরোধী যোদ্ধাদের দমন করতে সেখানে যোদ্ধা পাঠাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার (৬ ডিসেম্বর) লেবাননের দুই সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।
একটি সূত্র সংবাদমাধ্যম রয়টার্সকে জানিয়েছে, সিরিয়ার সীমান্ত এলাকায় কয়েক বছর ধরে দায়িত্বরত হিজবুল্লাহ যোদ্ধাদের হোমসের পরিস্থিতি তদারকির জন্য মোতায়েন করেছেন দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বলছেন, কোনোভাবেই হিজবুল্লাহ কৌশলগত শহর হোমসকে আসাদ সরকারের হাতছাড়া হতে দেবে না। হিজবুল্লাহ যোদ্ধারা এরই মধ্যে লেবানন অতিক্রম করেছে এবং হোমসে অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন সিরিয়ার একজন সামরিক কর্মকর্তা এবং ইরানের দুই আঞ্চলিক কর্মকর্তা।
হিজবুল্লাহ আপাতত সিরিয়ায় সেনা মোতায়েন করতে চায় না, এমন সংবাদের পর সিরিয়ার যুদ্ধক্ষেত্রে নাটকীয় মোড় নেয়। সে সময় আল-কায়েদার সাবেক সহযোগী হায়াত তাহরির আল-শামের নেতৃত্বে বিদ্রোহীরা উত্তর সিরিয়ার আলেপ্পো শহর দখল করে নেয়। বৃহস্পতিবার তারা সিরিয়ার কেন্দ্রে অবস্থিত হামা শহর দখলে নিয়ে হোমসের ওপর আঘাত হানে। হোমস হচ্ছে লেবানন, ইরাক এবং জর্ডান সীমান্তবর্তী সিরিয়ার বৃহত্তম প্রদেশ। এই অঞ্চল দিয়েই ইরান থেকে সামরিক সরঞ্জাম আনা হয়।
লেবাননের নিরাপত্তা সূত্র জানায়, হিজবুল্লাহ এবং অন্যান্য ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর জন্য হোমস একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। হোমস শহরের নিয়ন্ত্রণ হারিয়ে গেলে রাজধানী দামেস্ক সিরিয়া সরকারের উপকূলীয় দুর্গ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে। ওই অঞ্চলের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, হিজবুল্লাহ যোদ্ধারা এখন উৎকণ্ঠায় রয়েছে। কারণ তারা মনে করছে, সিরিয়ায় হিজবুল্লাহ যোদ্ধাদের মোতায়েন করা হলে ইসরায়েল তাদের লক্ষ্য করে বিমান হামলা করবে। এই অঞ্চলে ইসরায়েলের বিমান বাহিনী কয়েক বছর ধরে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে।
প্রায় এক বছর ধরে চলা গাজা যুদ্ধের কারণে সৃষ্ট সংঘাতের জেরে লেবাননের দক্ষিণ সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েল যুদ্ধে লিপ্ত হয়। এরইমধ্যে হিজবুল্লাহর বেশিরভাগ শীর্ষ নেতাকে হত্যা করেছে ইসরায়েল বাহিনী। গত ২৭ নভেম্বর ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েল একটি যুদ্ধবিরতি চুক্তিতে যায়। কিন্তু ওইদিনই সিরিয়ায় বিদ্রোহীরা সরকারি বাহিনীর ওপর হামলা শুরু করে।
এসজেড