ঢাকা | বঙ্গাব্দ

দেশের বাইরে খেলার প্রসঙ্গে যা বললেন তানজিম সাকিব

প্রথমবারের মতো দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়েছিলেন বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিব।
  • নিজস্ব প্রতিবেদক | ০৭ ডিসেম্বর, ২০২৪
দেশের বাইরে খেলার প্রসঙ্গে যা বললেন তানজিম সাকিব সংগৃহীত

প্রথমবারের মতো দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়েছিলেন বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিব। সেখানে গ্লোবাল সুপার লিগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ৪ ম্যাচ খেলে তিনি ৬ উইকেট নিয়েছেন। ম্যাচ শেষে সাকিব যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াডে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘোষিত ওয়ানডে সিরিজের দলে আছেন তরুণ এই পেসার।


গ্লোবাল সুপার লিগ খেলে এরইমধ্যে তানজিম হাসান সাকিব সেন্ট কিটসে পৌঁছালেন। সেখানেই বিসিবির প্রকাশিত ভিডিওতে আজ (শনিবার) তানজিম সাকিব বললেন, ‘ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা দারুণ ছিল। দল বড় সাফল্য না পেলেও, পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখানকার সবার মানসিকতা অনেক সহযোগিতাপূর্ণ। দেশ থেকে চোট কাটিয়ে ফিরেছি, তবে এখন পুরো ফিট অনুভব করছি। মাঠে নিজের সেরাটা দিতে প্রস্তুত।’


এদিকে, উইন্ডিজদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ভালো বোলিং করা তরুণ পেসার নাহিদ রানাও আছেন ওয়ানডে দলে। নিজের লক্ষ্য নিয়ে তিনি বলেছেন, ‘শেখার কোনো শেষ নেই। আমি শুধু নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করার চেষ্টা করছি। এখানকার কন্ডিশনে কীভাবে বল করতে হয়, তা শিখছি। দলের জন্য সেরা পারফর্ম করাই আমার লক্ষ্য।’


আগামী ৮ ডিসেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের সাদা বলের লড়াই। একদিন বিরতি দিয়ে পরের ম্যাচ ১০ ডিসেম্বর এবং সিরিজের শেষ ম্যাচ হবে ১২ ডিসেম্বর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে। 


ক্যারিবীয় সিরিজে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।


thebgbd.com/NIT