ঢাকা | বঙ্গাব্দ

আসছে ভারতের প্রতিনিধি দল, ফলপ্রসূ বৈঠকের আশা

পররাষ্ট্র উপদেষ্টা জানান, ৫ আগস্টের পরে ভারতের সাথে সম্পর্কের গুণগত কিছুটা অবনতি হলেও আলোচনার মাধ্যমে অনেক কিছুই সমাধান সম্ভব।
  • নিজস্ব প্রতিবেদক | ০৮ ডিসেম্বর, ২০২৪
আসছে ভারতের প্রতিনিধি দল, ফলপ্রসূ বৈঠকের আশা সংগৃহীত

আগামীকাল সোমবার ভারতের পররাষ্ট্র সচিবের নেতৃত্বে যে টিম বাংলাদেশে আসবে তাদের সাথে  ফলপ্রসূ  বৈঠকের আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।


আজ রোববার (৭ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে সার্কের ৪০ বছর উদযাপন উপলক্ষে সার্ক জার্নালিস্ট ফোরামের আলোচনা অনুষ্ঠানে  এ কথা বলেন তিনি। 


পররাষ্ট্র উপদেষ্টা জানান, ৫ আগস্টের পরে ভারতের সাথে সম্পর্কের গুণগত কিছুটা অবনতি হলেও আলোচনার মাধ্যমে অনেক কিছুই সমাধান সম্ভব।  


১০ বছর যাবত সার্কের কোনো বৈঠক না হলেও সচিব পর্যায়ের বৈঠকের মাধ্যমে অনেক বিষয়ের সমাধান হতে পারে বলে প্রত্যাশা করেন উপদেষ্টা। 


তিনি এও বলেন, বাংলাদেশ নিয়ে ভারতের চলমান মনমানসিকতার কারণে দুই দেশের অর্থনীতিতেই নেতিবাচক প্রভাব পড়ছে।


thebgbd.com/NIT