ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরার কালিগঞ্জে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন শেখ মেহেদী হাসান সুমন এবং শ্যামনগরে বিজয়ী হয়েছেন সাঈদ-উজ-জামান সাঈদ। এছাড়া এ দুই উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী ও প্রতিদ্বন্দ্বিতাকারী সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
গতকাল বুধবার কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে ৭৯টি কেন্দ্রে ও শ্যামনগরে ১১টি ইউনিয়নে ৯২টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে নির্বিঘ্নে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত।
সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, কালিগঞ্জ উপজেলায় ৬২ হাজার ৭৪৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান সুমন (আনারস)। নিকটতম প্রতিদ্বন্দ্বী সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাঈদ মেহেদী (ঘোড়া) পেয়েছেন ৩২ হাজার ৯৪৬ ভোট।
জেলা নির্বাচন কর্মকর্তা আতিক বলেন, শ্যামনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে শ্যামনগর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ (আনারস) ৪৯ হাজার ৮৬৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন। অপরদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদ্য সাবেক জেলা পরিষদের সদস্য গাজী গোলাম মোস্তফা (ঘোড়া) পেয়েছেন ৩২ হাজার ১৯৫ ভোট।
বুধবার (৮ মে) রাত ১২টায় গণনা কার্যক্রম শেষে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বেসরকারিভাবে এ তথ্য জানানো হয়। পরে রাত ২টায় সাংবাদিকদের ফলাফল শিট দেন নির্বাচন কর্মকর্তা।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, সাতক্ষীরার শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এছাড়াও ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক।
এদিকে, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দিনভর উপজেলা জুড়ে ছিল উৎসবের আমেজ। কড়া নিরাপত্তার মধ্যে সকাল ৮টায় উপজেলার ৭৯টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হলেও ভোটদের উপস্থিতি ছিল কম।
কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু বই প্রতীকে ৬১হাজার ১৭৩ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শেখ নাজিমুল ইসলাম তালা প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৩৬৫ ভোট।
ভাইস চেয়ারম্যান (মহিলা) হিসেবে নির্বাচিত হয়েছেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ফারজানা শওকাত আফি (হাঁস প্রতীক) পেয়েছেন ৪৬ হাজার ১৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ (ফুটবল) পেয়েছেন ২০ হাজার ৪৫১ ভোট।
উপজেলার ৭৯টি ভোটকেন্দ্রে মোট ভোটার ছিল ২ লাখ ৪৭ হাজার ৮১৩। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৫ হাজার ৪১৬, মহিলা ভোটার ১ লাখ ২২ হাজার ৩৯৫ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। এ নির্বাচনে শতকরা ৩৯ দশমিক ৩৬ ভাগ ভোট পড়েছে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
এদিকে একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত শ্যামনগর উপজেলায় মোট ভোটার ছিল দুই লাখ ৮৪ হাজার ৩২৬ ভোট। ৯২টি কেন্দ্রের ফলাফলে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে নাজমুল হুদা রিপন এবং হাঁস প্রতীক নিয়ে খালেদা আইয়ুব ডলি বিজয়ী হয়েছেন। রিপনের প্রাপ্ত ভোট যথাক্রমে ১৯ হাজার ২১২ ভোট। রিপন ছাত্রলীগের সাবেক কর্মী এবং ডলি উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক।