ঢাকা | বঙ্গাব্দ

সবচেয়ে বেশি সাংবাদিক হত্যা করেছে ইসরায়েল!

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত ৫৪ জন সাংবাদিকের মধ্যে ১৮ জনই ইসরায়েলি বাহিনীর বর্বরতার ‘শিকার’।
  • অনলাইন ডেস্ক | ১২ ডিসেম্বর, ২০২৪
সবচেয়ে বেশি সাংবাদিক হত্যা করেছে ইসরায়েল! কর্মরত সাংবাদিকদের উপর হামলা বাড়ছে বিশ্ব জুড়ে।

চলতি বছরের ১ ডিসেম্বর পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ এবং সংঘাতের পরিস্থিতিতে কর্মরত অবস্থায় নিহত হয়েছেন অন্তত ৫৪ জন সাংবাদিক। আর তাদের এক-তৃতীয়াংশকেই হত্যা করেছে ইসরায়েলি সেনারা! সংবাদ সংস্থা এএফপির বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।


বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার রক্ষার কাজ করা আন্তর্জাতিক সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস’ (আরএসএফ)-এর দেওয়া তথ্য উদ্ধৃত করে লেখা প্রতিবেদন জানাচ্ছে, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত ৫৪ জন সাংবাদিকের মধ্যে ১৮ জনই ইসরায়েলি বাহিনীর বর্বরতার ‘শিকার’। এদের মধ্যে গাজায় নিহত হয়েছেন ১৬ জন এবং লেবাননে দুইজন।


চলতি বছর সাংবাদিকদের জন্য ‘সবচেয়ে বিপজ্জনক ভূখণ্ডে’র তালিকার শীর্ষে রয়েছে গাজা। এর পরেই আছে পাকিস্তানের নাম। সেখানে সাত জন সাংবাদিক এক বছরে প্রাণ হারিয়েছেন। মেক্সিকো এবং বাংলাদেশে নিহত হয়েছেন পাঁচ জন করে সাংবাদিক। এর মধ্যে বাংলাদেশে নিহত পাঁচজনই প্রাণ হারিয়েছেন হাসিনার আওয়ামী সরকারের হাতে।


ওই রিপোর্ট জানাচ্ছে, সারা বিশ্বে ৫৫ জন সাংবাদিক এ মুহূর্তে বন্দি রয়েছেন। তাদের মধ্যে ২৫ জনই জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর হাতে আটক। যে তিন দেশ সবচেয়ে বেশি সাংবাদিককে জেলবন্দি করেছে তারা হল চীন (১২৪), মায়ানমার (৬১) এবং ইসরায়েল (৪১)।


সূত্র: এএফপি


এসজেড