বিশ্ব ইজতেমাকে ঘিরে তাবলীগের বিবাদমান দুই গ্রুপের মধ্যে ফের উত্তেজনা দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে মাওলানা সা'দ অনুসারীদের একটি গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে মাওলানা জুবায়ের অনুসারীরা। এ ঘটনায় সাদপন্থীদের ইজতেমা আয়োজক কমিটির চারজন মুরব্বি আহত হন। আহতদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পরে পাঁচ শতাধিক জোবায়ের অনুসারী মুসল্লি প্রায় এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পুলিশের অনুরোধে বিক্ষুব্ধরা মহাসড়ক ছেড়ে ইজতেমা ময়দানে চলে যায়।
এ ঘটনার পর বিকেলে ইজতেমা ময়দানের পশ্চিম পাশে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেন মাওলানা সা'দ অনুসারীরা। এসময় তারা অভিযোগ করে বলেন, আগামী ২০ থেকে ২৪ ডিসেম্বর ইজতেমা ময়দানে জোড় ইজতেমা আয়োজনের অনুমতি চেয়ে সরকারের নিকট আবেদন করেছেন মাওলানা সাদ অনুসারীরা। এ নিয়ে প্রশাসনের সহযোগিতার জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-কমিশনারের কাছে যায় আয়োজকদের একটি দল। সেখান থেকে ফেরার পথে আগে মন্নু গেইট এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাস ঘিরে লাঠি-সোটা নিয়ে হামলা ও ভাংচুর চালায় মাওলানা জুবায়ের অনুসারীরা।
thebgbd.com/NIT