ঢাকা | বঙ্গাব্দ

বিশ্বকাপে এলজিবিটিকিউ সমর্থকদের নিরাপত্তার ‘নিশ্চয়তা’ সৌদির

বিস্তারিত আলোচনার জন্য এফএ বোর্ড গত মাসে সৌদি ফুটবল ফেডারেশন কর্তাব্যব্যক্তিদের সঙ্গে দেখা করেছে।
  • অনলাইন ডেস্ক | ১২ ডিসেম্বর, ২০২৪
বিশ্বকাপে এলজিবিটিকিউ সমর্থকদের নিরাপত্তার ‘নিশ্চয়তা’ সৌদির ফিফা বিশ্বকাপ ট্রফি।

২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনে সৌদি আরবকে সমর্থনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন বলেছে, সৌদি আরব নিশ্চিত করেছে আয়োজনে উপস্থিত হওয়া এলজিবিটিকিউ ভক্তদের সাদরে বরণ করা হবে এবং তারা ‘নিরাপদ’ থাকবে।


মানবাধিকার নিয়ে সমস্যা থাকলেও সব ধরনের খেলাধুলায় দেশটির ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে ফিফা বুধবার নিশ্চিত করেছে, মধ্যপ্রাচ্যের এই দেশটি বিশ্বকাপের আয়োজক হবে। সৌদি আরবকে বিশ্বকাপ আয়োজন করতে দেওয়া হলেও সেখানকার চলমান ‘মানবাধিকার সমস্যা’ আবারও বিশ্বব্যাপি একটি প্রধান আলোচনার বিষয়ে পরিণত হবে, ঠিক যেমনটি দুই বছর আগে কাতার বিশ্বকাপ চলাকালীন হয়েছে। 


ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বুধবার সংগঠনের কংগ্রেসে সমাপনী বক্তব্যে নিজেদের ‘বৈষম্যহীন’ দাবি করে বলেছেন, ‘আমরা অবশ্যই সমালোচনা এবং বিভিন্ন ভীতি সম্পর্কে সচেতন। আমাদের ভবিশ্যত স্বাগতিক দেশের ওপর পূর্ণ বিশ্বাস রেখে বলতে পারি, তারা এই সমস্ত বিষয়গুলি মোকাবেলা করে এবং সকল প্রত্যাশা পূরণ করে একটি সফল ফিফা বিশ্বকাপ উপহার দিতে সক্ষম।


আয়োজক সম্পর্কে নিশ্চয়তা আসার পরপরই ইংলিশ ফুটবল ফেডারেশন তাদের সমর্থনের পক্ষে একটি বিবৃতি দেয়। তাতে তারা বলে, বিস্তারিত আলোচনার জন্য এফএ বোর্ড গত মাসে সৌদি ফুটবল ফেডারেশন কর্তাব্যব্যক্তিদের সঙ্গে দেখা করেছে।


বিবৃতিতে এফএ বলেছে, ‘আমরা তাদের এলজিবিটিকিউ ভক্তদের সহ সবশ্রেণীর ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং খোলা মনে স্বাগত জানাতে বলেছি। তারা আশ্বস্ত করেছেন এবং বলেছেন, সকল ভক্তদের জন্য একটি নিরাপদ এবং স্বাগত পরিবেশ দেওয়ার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ। তারা বলেছেন, আমাদের অঙ্গীকার সকল ধর্ম ও সংস্কৃতিসহ সকলের প্রতি শ্রদ্ধাশীল হওয়া।’