ঢাকা | বঙ্গাব্দ

কাদের ইঙ্গিত করে মজলুম-জালিম প্রসঙ্গ টানলেন হাসনাত?

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে একটি পোস্ট দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন।
  • অনলাইন ডেস্ক | ১৩ ডিসেম্বর, ২০২৪
কাদের ইঙ্গিত করে মজলুম-জালিম প্রসঙ্গ টানলেন হাসনাত? ছবি : সংগৃহীত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে একটি পোস্ট দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে তার ভেরিফায়েড আইডি থেকে করা ওই পোস্টে তিনি লিখেছেন, "মজলুম যেন আবার জালিম না হয়ে ওঠে।" যদিও পোস্টটি ঠিক কার উদ্দেশে করা, তা স্পষ্ট নয়, তবে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।


পোস্টটি ইতোমধ্যেই ১ লাখ ১৬ হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছে, প্রায় ৯ হাজার মন্তব্য এবং ১ হাজার ৭০০ বার শেয়ার হয়েছে।


কমেন্ট বক্সে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। এইচ এম আনামুল ইসলাম নামের একজন মন্তব্য করেছেন, ‘সব সময় স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে, সে যেকোনো দলেরই হোক না কেন।’


ইয়াসিন সোহাগ লিখেছেন, ‘মজলুম কখনো জালিম হওয়ার সুযোগ পাবে না, যদি গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিত করা যায়।’ অন্যদিকে এ এইচ মাসুম বিল্লাহ লিখেছেন, ‘জালিম তো হতেই হবে, না হলে নতুন করে মজলুমের সৃষ্টি হবে কী করে?’


হাসনাতের পোস্টটি বিভিন্ন দিক থেকে ব্যাখ্যা করা হলেও এর সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। তবে এটি রাজনৈতিক ও সামাজিক মহলে গুরুত্বপূর্ণ আলোচনার জন্ম দিয়েছে।


thebgbd.com/NA