ঢাকা | বঙ্গাব্দ

মায়োতে দ্বীপে ঘূর্ণিঝড়ের আঘাত, ব্যাপক প্রাণহানির আশঙ্কা

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রী ব্রুনো রিটেইলেউ বলেছেন, ‘সকল অস্থায়ী বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে’ এবং তিনি ‘অনেক’ মৃত্যুর আশঙ্কা করছেন।
  • অনলাইন ডেস্ক | ১৫ ডিসেম্বর, ২০২৪
মায়োতে দ্বীপে ঘূর্ণিঝড়ের আঘাত, ব্যাপক প্রাণহানির আশঙ্কা ঝড়ের পর।

ভারত মহাসাগরীয় অঞ্চল ফ্রান্সের মায়োতে দ্বীপপুঞ্জে ​​প্রায় এক শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। ঘূর্ণিঝড় চিডো শনিবার ঘন্টায় ২২৫ কিমি বেগে আঘাত হানার পর প্রাথমিক অবস্থায় দুজন মারা যাওয়ার খবর পাওয়া গেলেও আশঙ্কা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।


ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ফ্রান্স মায়োতে জনগণের জন্য ‘পাশে’ থাকবে। পাশাপশি শীর্ষ ফরাসি কর্মকর্তারা বলেছেন,  ২৫০ জন দমকল ও নিরাপত্তা কর্মীকে দ্বীপটিতে পাঠানো হবে, যাদের একটি অংশ ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছে।


ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রী ব্রুনো রিটেইলেউ বলেছেন, ‘সকল অস্থায়ী বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে’ এবং তিনি ‘অনেক’ মৃত্যুর আশঙ্কা করছেন। মাদাগাস্কারের উত্তর-পশ্চিমে কয়েকটি ছোট এবং প্রধান দ্বীপ গ্র্যান্ড-টেরে নিয়ে মায়োতে দ্বীপপুঞ্জ অবস্থিত। শনিবার সকালে পূর্ণ শক্তিতে ঘূর্ণিঝড়টি আঘাত হানার আগেই সেখানে গাছ উপড়ে পড়ার, ভবনের ছাদ ছিঁড়ে যাওয়া এবং বিদ্যুতের লাইন ভেঙে পড়ার খবর পাওয়া গেছে।


মায়োতের দমকল বাহিনীর প্রধান, আবদউল করিম আহমেদ আল্লাউই শনিবার সকালে বিএফএম নিউজ চ্যানেলকে বলেছেন ‘এমনকি জরুরি অবস্থায় সাড়া দেওয়া ব্যক্তিরাও আটকে গেছেন। মোবাইল ফোন পরিষেবাও বন্ধ হয়ে গছে এবং আমরা দ্বীপের  কোনও ব্যক্তির কাছে পৌঁছাতে পারছি না। এমনকি ভূমিকম্পের মানদণ্ডে তৈরি ভবনগুলিও নিজেদের ধরে রাখতে পারেনি। জরুরি পরিষেবা কমান্ড সেন্টারটি খালি করা হয়েছে। তবে সেটি আংশিক কাজ করছে।’


দ্বীপের পামন্দজি বিমানবন্দর ‘বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে, বিশেষ করে কন্ট্রোল টাওয়ারের,’ ভারপ্রাপ্ত ফরাসি পরিবহন মন্ত্রী ফ্রাঁসোয়া ডুরোভরে এক্স-এ লিখেছেন। দিনি আরও বলেছেন, এয়ার ট্রাফিক ব্যবস্থা ‘প্রাথমিকভাবে সামরিক প্লেন দিয়ে চালু করা হবে। ত্রাণ ও প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করতে জাহাজ রওনা হয়েছে।’


সূত্র: এএফপি


এসজেড