ঢাকা | বঙ্গাব্দ

কিডনিতে পাথরের লক্ষণ

কিডনিতে পাথর হওয়া একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা।
  • | ১৬ ডিসেম্বর, ২০২৪
কিডনিতে পাথরের লক্ষণ কিডনিতে পাথর হওয়ার লক্ষণ এবং করণীয়

কিডনিতে পাথর হওয়া একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। এটি মূলত মূত্রে অতিরিক্ত খনিজ ও লবণ জমে তৈরি হয়। সঠিক চিকিৎসা ও সচেতনতা ছাড়া এই সমস্যাটি ব্যথা, সংক্রমণ এবং কিডনি কার্যকারিতার হ্রাসের কারণ হতে পারে।


কিডনিতে পাথর হওয়ার কারণ সম্পর্কে জানা গেছে, অপর্যাপ্ত পানি পান, অতিরিক্ত লবণ ও প্রোটিনযুক্ত খাবার পাথর তৈরির ঝুঁকি বাড়ায়। এছাড়া জিনগত কারণেও কিডনিতে পাথর হতে পারে।


সুষম খাদ্য গ্রহণ না করা, অপর্যাপ্ত শারীরিক কার্যকলাপ এবং ইউরিক অ্যাসিড বা ক্যালসিয়ামের অতিরিক্ত উপস্থিতিও মূত্রে ক্যালসিয়াম বা ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি হলে পাথর তৈরি হয়।


কিডনিতে পাথর থাকলে সাধারণত নিম্নলিখিত লক্ষণগুলো দেখা দেয়: 


তীব্র পিঠ, কোমর বা তলপেটে ব্যথা।


মূত্রে রক্ত দেখা।


মূত্রের পরিমাণ কমে যাওয়া বা মূত্রত্যাগে ব্যথা।


বমি বা বমি বমি ভাব।


জ্বর এবং ঠান্ডা অনুভূত হওয়া (সংক্রমণের কারণে)।


ঘন ঘন মূত্রত্যাগের প্রবণতা।