ঢাকা | বঙ্গাব্দ

মস্কোতে বিস্ফোরণে রুশ জেনারেল নিহত

ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ টেলিগ্রামে বলে, কিরিলোভ ‘নিষিদ্ধ রাসায়নিক অস্ত্রের ব্যাপক ব্যবহারের জন্য দায়ী’।
  • অনলাইন ডেস্ক | ১৭ ডিসেম্বর, ২০২৪
মস্কোতে বিস্ফোরণে রুশ জেনারেল নিহত বিস্ফোরণের পর।

মস্কোতে এক বোমা বিস্ফোরণে রুশ সশস্ত্র বাহিনীর একজন উচ্চপদস্থ জেনারেল নিহত হয়েছেন। রাশিয়ার একটি তদন্ত কমিশন জানিয়েছে, পরমাণু, জৈবিক, রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর (এনবিসি) প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ মঙ্গলবার ভোরে আবাসিক এলাকা থেকে বের হওয়ার সময় একটি স্কুটারে থাকা বোমাটি বিস্ফোরিত হয়।


তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, বিস্ফোরণে কিরিলোভের সহকারীও নিহত হয়েছেন। অক্টোবরে, যুক্তরাজ্য কিরিলোভের উপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং জানায়, তিনি ইউক্রেনে রাসায়নিক অস্ত্রের ব্যবহার ও তদারকি এবং ‘ক্রেমলিনের বিভ্রান্তিমূলক তথ্যের গুরুত্বপূর্ণ মুখপাত্র’ হিসাবে কাজ করছেন।


সোমবার, ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ, কিরিলোভকে অভিযুক্ত করে টেলিগ্রামে বলে, তিনি ‘নিষিদ্ধ রাসায়নিক অস্ত্রের ব্যাপক ব্যবহারের জন্য দায়ী’। রুশ তদন্ত কমিটি, বলেছে যে তারা ‘দুই সেনা সদস্যকে হত্যার জন্য একটি মামলা করেছে। তদন্তকারী, ফরেনসিক বিশেষজ্ঞ এবং গোয়েন্দারা যৌথভাবে তদন্ত করছে।’


সূত্র: বিবিসি


এসজেড