ঢাকা | বঙ্গাব্দ

নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ ঢাকার উদ্যোগে গরিব, অসহায় এবং শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ১৮ ডিসেম্বর, ২০২৪
নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ছবি : সংগৃহীত।

বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (বিএনএফডব্লিউএ) ঢাকার উদ্যোগে গরিব, অসহায় এবং শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।


আজ বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকার মিরপুর-১৪ নাবিক আবাসিক এলাকায় সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।


সংঘের নিজস্ব অর্থায়নে এই উদ্যোগ নেওয়া হয়, যার মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশু, পঙ্গু, বয়স্ক নারী-পুরুষসহ দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর শীতের কষ্ট লাঘবের চেষ্টা করা হয়েছে।


শীতবস্ত্র বিতরণের সময় সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা উপস্থিত মানুষের খোঁজখবর নেন এবং দারিদ্র্যকবলিত জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।


এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ ঢাকা শাখার চেয়ারম্যান নাওমী নাহরীন আজাদ, বিএন লেডিস ক্লাব ঢাকা শাখার চেয়ারম্যান বেগম লুবনা আনোয়ার এবং কার্যনির্বাহী কমিটির সদস্যরা।


thebgbd.com/NA