বিচারপতিদের কাজ শুধু বিচার করা, রায় দেয়া নয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। জনগণের আশা আকাঙ্খার প্রতিফলনে গুরুত্ব দেয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দেশের প্রধান বিচারপতি।
তিনি বলেন, স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করার জন্য পৃথক সচিবালয় গঠন করা অতি দ্রুত প্রয়োজন। বিচারপতিদের সাংবিধানিক বাধ্যবাধকতা ও আইনের সীমাবদ্ধতার মধ্যেই দেশের মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে।
আপিল বিভাগের জেষ্ঠ্য বিচারপতি আশফাকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।
আলোচনা সভা শেষে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ সুপ্রিম কোর্ট দিবসের কেক কাটেন।
thebgbd.com/NIT