ঢাকা | বঙ্গাব্দ

জাকেরের বিধ্বংসী ব্যাটিংয়ে বড় সংগ্রহ বাংলাদেশের

জাকের আলির ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে সফরকারীরা।
  • নিজস্ব প্রতিবেদক | ২০ ডিসেম্বর, ২০২৪
জাকেরের বিধ্বংসী ব্যাটিংয়ে বড় সংগ্রহ বাংলাদেশের সংগৃহীত

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৯০ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। শুক্রবার (২০ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস। জাকের আলির ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে সফরকারীরা।


টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার লিটন দাস ও পারভেজ ইমন। উদ্বোধনী জুটিতে ৪৪ রান যোগ করেন এই দুই ব্যাটার। এরপর দ্রুতই তিন উইকেট হারায় বাংলাদেশ।


লিটন ১৩ বলে ১৪, পারভেজ ২১ বলে ৩৯ ও তানজিদ হাসান তামিম  ৯ বলে ৯ রান করে আউট হন।  এরপর জাকের আলি ও মেহেদী হাসান মিরাজ মিলে ইনিংস মেরামতের চেষ্টা করেন। ৩৭ রানের জুটি গড়েন তারা।


তবে আবারও দ্রুতই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। মিরাজ ২৩ বলে ২৯, শামীম পাটোয়ারী ৪ বলে ২ ও মেহেদী হাসান রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান।


তবে একপ্রান্ত আগলে ব্যাট করতে থাকেন জাকের। আর তাকে ভালো সঙ্গ দেন তানজিম হাসান সাকিব। আগ্রাসী ব্যাটিংয়ে ২৭ বলে ৫০ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ১৬৪ রানে ১২ বলে ১৭ রান করে আউট হন তানজিম সাকিব।


অন্যদিকে ৩৬ বলে ফিফটি তুলে নেন জাকের। ফিফটির পর মারমুখী ব্যাাটিং চালিয়ে যান এই ব্যাটার। ৬ ছক্কা ও ৩ চারে ৪১ বলে ৭২ রানে অপরাজিত থাকেন জাকের।


thebgbd.com/NIT