টানা কয়েক দিন পঞ্চগড়ের তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে থাকলেও আজ এক অঙ্ক বেড়েছে। শুক্রবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে তীব্র শীতের কারণে বিপর্যস্ত এ জনপদের মানুষের জীবন। উত্তরের হিম বাতাস ও ঘন কুয়াশার কারণে লোকজন কাজের জন্য বাইরে বের হতে পারছে না।
ফলে আয় কমেছে তাদের। শুধু তাই নয়, ঘন কুয়াশার কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনগুলোকে। এ ছাড়া শীতজনিত রোগ নিয়ে হাসপাতালে বাড়ছে ভিড়। এর মধ্যে শিশু ও বয়স্ক ব্যক্তিদের সংখ্যাই বেশি।
পঞ্চগড়ের তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, আজ শুক্রবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। উত্তরের হিমেল হাওয়ায় এ জেলায় ঠাণ্ডা অব্যাহত রয়েছে। সামনের দিকে তাপমাত্রা আরো কমতে পারে।
thebgbd.com/NIT