আজ রোববার (২২ ডিসেম্বর) দুপুরে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা এ এফ হাসান আরিফের ইন্তেকালে শোক প্রকাশ করতে সোমবার জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
এই সিদ্ধান্তের আওতায় দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় একই দিনে দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
গত শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান এ এফ হাসান আরিফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
thebgbd.com/AR