অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, দেশের সংস্কার সম্পন্ন না করে দ্রুত নির্বাচনের দিকে যাওয়া হবে না।
বুধবার (২৫ ডিসেম্বর) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন তিনি।
আহতদের চিকিৎসা নিশ্চিতের বিষয়ে তিনি বলেন, আমরা আহতদের সঙ্গে কথা বলেছি এবং তাদের চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছি। দ্রুততম সময়ের মধ্যেই চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন হবে।
উত্তরবঙ্গের উন্নয়নের বিষয়ে আসিফ মাহমুদ উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে অবহেলিত উত্তরবঙ্গের জেলাগুলোর উন্নয়নে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। বালিয়াডাঙ্গী উপজেলাকে ন্যাশনাল স্ট্যান্ডার্ডে উন্নীত করার ঘোষণা দিয়ে তিনি উপজেলা লাইব্রেরি স্থাপনের জন্য ৫০ লাখ টাকার বরাদ্দ দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোস্তফা সরদার শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
thebgbd.com/AR