চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে আলোচনার জন্য আজ বুধবার এক সংক্ষিপ্ত সফরে চীন যাচ্ছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়ায়া। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চলতি বছরের শুরুর দিকে টোকিও’র শীর্ষ কূটনীতিক হওয়ার পর ইওয়ায়ার এটাই প্রথম চীন সফর।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘চীন অভিন্ন স্বার্থের ওপর আলোকপাত, পারস্পারিক যোগাযোগ জোরদার, দ্বিপক্ষীয় আলোচনা, বাস্তব সহযোগিতাকে গভীর ও মতপার্থক্য যথাযথভাবে দূর করতে জাপানের সঙ্গে কাজ করতে প্রস্তুত।’ তিনি বলেন, ‘বেইজিং নতুন যুগের প্রয়োজনীয়তা পূরণ করে, এমন একটি গঠনমূলক ও স্থিতিশীল চীন-জাপান সম্পর্ক গড়ে তোলার প্রচেষ্টা চালাবে।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, ‘চীনা পক্ষ জাপানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এবং চীনের নেতারা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।’ চীন ও জাপান পরস্পরের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা ও সামরিক ব্যয় নিয়ে দেশ দুটি’র মধ্যে বিরোধ দেখা দিয়েছে।
সূত্র: এএফপি
এসজেড