জুলাই মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের পরে এর ফলাফল নিয়ে সৃষ্ঠ বিক্ষোভের সময় আটককৃতদের মধ্য থেকে আরও ২২৩ জনকে মুক্তি দিয়েছে ভেনিজুয়েলার সরকার। এ নিয়ে মুক্তিপ্রাপ্ত বিক্ষোভকারীর সংখ্যা দাড়াল ৯৫৬ জনে। খবর এএফপি’র।
জুলাইয়ের ঐ নির্বাচনে নিকোলাস মাদুরো তৃতীয়বারের মত ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরপরই দেশজুড়ে শুরু হয় গণবিক্ষোভ। বিক্ষোভের সময় দেশটির বিভিন্ন অংশে থেকে ২৪০০ এর বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়।
বিরোধীদলের অভিযোগ নির্বাচনে তারাই বিজয়ী হয়েছে। সরকারি হিসেবে সেই বিক্ষোভে অন্তত ২৮ জন নিহত হয়েছে। যদিও বিরোধীদল এই সংখ্যাটি মূল নিহতের ভগ্নাংশ বলে দাবি করেছে।
সূত্র: এএফপি
এসজেড