ঢাকা | বঙ্গাব্দ

দর্শকদের দুয়ো শুনে তেড়ে এলেন কোহলি

শুক্রবার মেলবোর্নে আউট হওয়ার পর কোহলি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। তেড়ে যান দর্শকদের দিকে।
  • নিজস্ব প্রতিবেদক | ২৮ ডিসেম্বর, ২০২৪
দর্শকদের দুয়ো শুনে তেড়ে এলেন কোহলি দুয়ো শুনে এভাবেই তেড়ে আসেন বিরাট কোহলি।

অস্ট্রেলিয়ার অভিষিক্ত ওপেনার স্যাম কনস্টাসকে ধাক্কা মেরে জরিমানা গুনেছেন বিরাট কোহলি। কিন্তু এর জের এখনো শেষ হয়নি। কোহলিকে নিরন্তর দুয়ো দিয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ান দর্শকরা। গতকাল শুক্রবার মেলবোর্নে আউট হওয়ার পর কোহলি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। তেড়ে যান দর্শকদের দিকে।


শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিনে ৮৬ বলে ৩৬ রান করে আউট হন কোহলি। ড্রেসিংরুমে যাওয়ার পথে দর্শকরা তাকে দুয়ো দিচ্ছিলেন। একপর্যায়ে ক্ষিপ্ত কোহলি ড্রেসিংরুমের দিকে চলে গিয়েও বাইরে ফিরে আসেন এবং সমর্থকদের উদ্দেশ্যে কিছু বলতে থাকেন। তবে জল বেশি দূর গড়ায়নি। স্থানীয় এক ক্রিকেট কর্মকর্তা ছুটে এসে কোহলিকে বুঝিয়ে ভেতরে নিয়ে যান।


এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ব্যাট হাতে ব্যর্থতার মাঝেই আছেন কোহলি। গতকাল আবারও অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হয়েছেন। এসব কারণে এমনিতেই হয়তো তার মেজাজ ধরে রাখা কঠিন। তার ওপর দর্শকদের দুয়ো তাকে আরও ক্ষিপ্ত করে দিয়েছিল।


thebgbd.com/NIT